Ward 45 Chowranghee KMC Election Result 2021 Live: ২০০৫ থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া হাতের আধিপত্য, নজরে ৪৫ নম্বর ওয়ার্ড

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 5:05 PM

KMC Election Result 2021 Ward 45 Chowranghee Live Counting: ২০০৫ সাল থেকে এই ওয়ার্ডটিতে একচেটিয়া কংগ্রেসের আধিপত্য। এই ওয়ার্ডের তিন বারের কাউন্সিলর সন্তোষকুমার পাঠক।

Ward 45 Chowranghee KMC Election Result 2021 Live: ২০০৫ থেকেই এই ওয়ার্ডে একচেটিয়া হাতের আধিপত্য, নজরে ৪৫ নম্বর ওয়ার্ড
কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ড

Follow Us

 

কলকাতা: ৪৫ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ৫ নম্বর বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

৪৫ নং ওয়ার্ডের উত্তর দিকে হুগলি নদী থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত পোর্ট ট্রাস্ট রোড, রাজা উডমান্ট স্ট্রিট, সিআইটি রোড ও বিপ্লবী রাসবিহারী বসু রোড, পূর্ব দিকে স্ট্র্যান্ড রোড, সিআইটি রোড, রবীন্দ্র সরণি, বিবাদীবাগ ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও গভর্নমেন্ট প্লেস ইস্ট, দক্ষিণ দিকে লালবাজার স্ট্রিট, লরেন্স রোড, ইডেন গার্ডেন রোড ও হুগলি নদীর তীর বরাবর স্ট্র্যান্ড রোডের কিয়দংশ এবং পশ্চিম দিকে হুগলি নদী।

এই ওয়ার্ডটি তালতলা থানার দ্বারা নিয়ন্ত্রিত। তালতলা মহিলা থানা কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের আওতাধীন সমস্ত পুলিশ জেলা, যেমন বউবাজার, বড়বাজার, গিরিশ পার্ক, হেয়ার স্ট্রিট, জোড়াসাঁকো, মুচিপাড়া, নিউমার্কেট, তালতলা এবং পোস্তাকে নিয়ন্ত্রণ করে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের লোকসংখ্যা ৮,৩৯৪ জন।

২০০৫ সাল থেকে এই ওয়ার্ডটিতে একচেটিয়া কংগ্রেসের আধিপত্য। এই ওয়ার্ডের তিন বারের কাউন্সিলর সন্তোষকুমার পাঠক। বিরোধীরা এই ওয়ার্ডে আস্তানা গাড়তে পারে কিনা, এবার সেটাই দেখার।

২০২১ সালের পুর নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন শক্তিপ্রতাপ সিং। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন কুশল পাণ্ডে।

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৫ (বোরো-৫) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল শক্তিপ্রতাপ সিং ১৯৩৬ ২৪.৬৫ ১০.২৬
বিজেপি কুশল পাণ্ডে ১০৪০ ১৩.২৪ ১৩.৪৯
বাম ৮.২৪
কংগ্রেস সন্তোষ কুমার পাঠক ৪৮১৩ ৬১.২৮ ৬৬.৫৬
অন্যান্য ১.৪৫

 

চৌরঙ্গী || ওয়ার্ড নম্বর- ৪৫ (বোরো-৫) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল নির্মলা পাণ্ডে ৭৬৩ ১০.২৬
বিজেপি রতন প্রকাশ বৈদ ১,০০৩ ১৩.৪৯
বাম ভোলা প্রসাদ সোনকার ৬১৩ ৮.২৪
কংগ্রেস সন্তোষ কুমার পাঠক ৪,৯৪৮ ৬৬.৫৬
অন্যান্য ১০৭ ১.৪৫
Next Article