KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: কলকাতা পুরসংস্থার ২৭ নম্বর ওয়ার্ডটি অভেদানন্দ রোডের উত্তর সীমানার অবস্থিত। এটি জোড়াসাঁকো বিধানসভার অন্তর্ভুক্ত।
কলকাতা পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডটির উত্তরে অভেদানন্দ রোডের সীমানা। এখানে বলে রাখা প্রয়োজন আগে এটি বিডন স্ট্রিটের একটি অংশ ছিল। পূর্বে রয়েছে আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, দক্ষিণে কৈলাস বোস স্ট্রিট এবং মহেন্দ্র শ্রীমণি স্ট্রিট। আগে এই রাস্তার নাম ছিল সুকিয়াস স্ট্রিট। এবং পশ্চিমে বিধান সরণি।
ওয়ার্ডটি কলকাতা পুলিশের বুড়তোলা এবং আমহার্স্ট স্ট্রিট থানার নিয়ন্ত্রিত। অন্যদিকে, আমহার্স্ট স্ট্রিট মহিলা পুলিশ স্টেশন কলকাতা পুলিশের উত্তর এবং উত্তর শহরতলির বিভাগের আওতাধীন সমস্ত পুলিশ জেলাকে কভার করে, যেমন আমহার্স্ট স্ট্রিট, জোড়াবাগান, শ্যামপুকুর, কাশীপুর, চিৎপুর, সিঁথি, এবং টালা।
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের বাসিন্দা ১৯, ৩৫০ জন।
২০০৫ সালে এই ওয়ার্ডটি ছিল কংগ্রেসের দখলে। তত্কালীন সময়ে কাউন্সিলর ছিলেন প্রদ্যুত্ সাহা। ২০১০ সালে হয় পালাবদল। কংগ্রেসের থেকে এই ওয়ার্ডটি ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। কাউন্সিলর হন রাজকিশোর গুপ্তা। ২০১৫ সালেও জয়ের ধারা অব্যাহত। তবে কাউন্সিলর বদলে হন মীনাক্ষী গুপ্তা।
জোড়াসাঁকো || ওয়ার্ড নম্বর- ২৭ (বোরো- ৪) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | মীনাক্ষী গুপ্তা | ৮৭৪৫ | ৭৬.৯০ | ৫০.৭৭ |
বিজেপি | মঞ্জু জয়সওয়াল | ১৭১০ | ১৫.০৪ | ৩৪.৩২ |
বাম | পাপিয়া গাঙ্গুলী | ৬০৪ | ৫.৩১ | ১০.৬২ |
কংগ্রেস | তন্ময় মুখার্জি | ২২২ | ১.৯৫ | ২.৮০ |
অন্যান্য | – | – | – | ১.৪৯ |
জোড়াসাঁকো || ওয়ার্ড নম্বর- ২৭ (বোরো- ৪) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | মীনাক্ষী গুপ্তা | ৫,৭২৭ | ৫০.৭৭ |
বিজেপি | মঞ্জু জয়সোয়াল | ৩,৮৭২ | ৩৪.৩২ |
বাম | তিথি মুখার্জী | ১,১৯৯ | ১০.৬২ |
কংগ্রেস | তপতী বসু রায় চৌধুরী | ৩১৬ | ২.৮০ |
অন্যান্য | – | ১৬৭ | ১.৪৯ |