Ward 1 Kashipur-Belgachhia KMC Election Result 2021 LIVE : ১ নম্বর ওয়ার্ডে একে সেই তৃণমূল, জয়ী কার্তিকচন্দ্র

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 30, 2021 | 10:33 PM

KMC Election Result 2021, Ward LIVE Counting: ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এই এলাকা। এই এলাকায় মোট জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম।

Ward 1 Kashipur-Belgachhia KMC Election Result 2021 LIVE : ১ নম্বর ওয়ার্ডে একে সেই তৃণমূল, জয়ী কার্তিকচন্দ্র
কলকাতা ওয়ার্ড নম্বর ১

Follow Us

কলকাতা: কলকাতা পুরসংস্থার ১ নম্বর ওয়ার্ডটি কাশীপুর-বেলগাছিয়ার অন্তর্গত। কলকাতা শহরের উত্তরাংশের কাশীপুর অঞ্চলটি এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই ওয়ার্ডটি কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

১ নং ওয়ার্ডের কাশীপুর রোড বরাবর প্রামাণিক ঘাট রোড, কাশীনাথ দত্ত রোড ও ব্যারাকপুর ট্রাঙ্ক রোড অবস্থিত। এই ওয়ার্ডের পূর্ব দিকে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড; দক্ষিণে খগেন্দ্র চট্টোপাধ্যায় রোড ও রুস্তমজি পার্শি রোড এবং পশ্চিম দিকে কাশীপুর রোড, রুস্তমজি পার্শি রোড ও হুগলি নদী অবস্থিত। ১৯২৩ সালে কাশীপুর কলকাতা পৌরসংস্থার অন্তর্ভুক্ত হয়।

বরাবরই এই এলাকায় দাপট দেখিয়েছে তৃণমূল। ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে এই এলাকা। এই এলাকায় মোট জনসংখ্যার একটি বড় অংশ মুসলিম। ২০০৫-এ এই ওয়ার্ডে সিপিএমের তরফে প্রতিদ্বন্দ্বিতা করেন কানাইলাল গঙ্গোপাধ্যায় এবং তিনি জয়লাভ করেন। ২০১০ সালে তৃণমূলের পক্ষ থেকে জয়লাভ করেন ইলা দাম। এরপর ২০১৩-এর পুরউপনির্বাচন হোক বা ২০১৫, পরপর সব বছরেই জয়লাভ করে তৃণমূল।

কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল কার্তিকচন্দ্র মান্না ২৪,৪২১ ৭৮.৮২ ৬৩.৫৯
বিজেপি আশিসকুমার ত্রিবেদী ২,৭৫২ ৮.৮৮ ১২.০২
বাম পল্লব মুখোপাধ্যায় ২৪৩৬ ৭.৮৬ ১১.১৪
কংগ্রেস শফিকুল খাদিম ১২২২ ৩.৯৪ ১.৭৮
অন্যান্য ১৫৩ ০.৪৯ ১১.৫১

 

কাশীপুর-বেলগাছিয়া || ওয়ার্ড নম্বর- ১ (বোরো- ১) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সীতা জয়সোয়ারা ১৮৯২৪ ৬৩.৫৯
বিজেপি সুজিতা সাউ ৩,৫৭৮  ১২.০২
বাম রাজেন্দ্র গুপ্তা ৩,৩১৭ ১১.১৪
কংগ্রেস প্রদীপ মণ্ডল ৫২০ ১.৭৮
অন্যান্য ৩,৪২২ ১১.৫১

 

 

Next Article