KMC Elections 2021 Result | Borough Wise 2021 Result | Ward Wsie 2021 Result |
---|---|---|
এক নজরে সব ফল (Click Here) | বোরো ভিত্তিক (১৬) (Click Here) | ওয়ার্ড ভিত্তিক(১৪৪) (Click Here) |
কলকাতা: কলকাতা পুরসভার (Kolkata Municipality) ১৩৩ নম্বর ওয়ার্ডটি গার্ডেন রিচ এলাকার অক্ষয় কানন অঞ্চল নিয়ে গঠিত। কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোর প্রশাসনিক বিভাগ এটি। এই ওয়ার্ডের উত্তরে রয়েছে রামনগর লেন। দক্ষিণে রামদাসহাটি মৌজা। পূর্বে আজাহার মোল্লা বাগান, পরিবাবু পল্লি বাইলেন। পশ্চিমে রয়েছে ফতেপুর ২ লেন এবং মুদিয়ালি ১ নম্বর লেন।
গত পুরভোটের ফলাফল: ২০০৫ সালের পুরভোটে ১৩৩ নম্বর ওয়ার্ড থেকে ভোটে জিতে কাউন্সিলর হন মৃণাল কান্তি মণ্ডল। ২০১০ সালে সংশ্লিষ্ট ওয়ার্ডে জেতেন তৃণমূলের রণজিৎ শীল। ২০১৫ সালেও তিনি পুরভোটে জিতে এই ওয়ার্ড থেকেই কাউন্সিলর হন। এবারেও তিনিই টিকিট পেয়েছেন।
২০২১ পুরভোট: এবার জিতলে তাঁর হ্যাটট্রিক। কথা হচ্ছে তৃণমূল প্রার্থী রণজিৎ শীলের। পর পর দুবার তৃণমূলের টিকিটে তিনি ১৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন। এবারও টিকিট পেতে অসুবিধা হয়নি তাঁর। অন্যদিকে বিজেপির তরফে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদানন্দ প্রসাদ। আর সিপিএম ১৩৩ ওয়ার্ডে প্রার্থী করেছে জয়ব্রত বেরাকে।
উল্লেখ্য, সাড়ে ছয় বছর আগে ২০১৫ সালে কলকাতা পুরসভার ভোটে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১১৪টি আসনে জয়ী হয়ে ছোট লালবাড়ি দখল করেছিল তৃণমূল কংগ্রেস। ১৫টি ওয়ার্ডে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থীরা। বিজেপি জিতেছিল ৭টি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছিল পাঁচটি ওয়ার্ডে। তিনটি ওয়ার্ডে জিতেছিলেন নির্দল প্রার্থীরা। তবে ভোটের পরে বিজেপি, কংগ্রেস ও বামফ্রন্ট ছাড়ার হিড়িক পড়ে যায়। নির্দল প্রার্থীরাও এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে নাম লিখিয়েছিলেন শাসক শিবিরে। তৃণমূলের শক্তি বেড়ে হয়েছিল ১২৬।
কলকাতা বন্দর-গার্ডেনরিচ || ওয়ার্ড নম্বর- ১৩৩ (বোরো- ১৫) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | রণজিৎ শীল | ১২১০৮ | ৮২.৯০ | ৫৬.৪৪ |
বিজেপি | মনোনয়ন প্রত্য়াহার | – | – | ১৮.২২ |
বাম | জয়ব্রত বেরা | ১০৩২ | ৭.০৭ | ১৫.৫৪ |
কংগ্রেস | মহম্মদ সালিম | ১১৩৬ | ৭.৭৮ | ৮.৬৯ |
অন্যান্য | – | ৯৫ | ০.৬৫ | ১.১১ |
কলকাতা বন্দর-গার্ডেনরিচ || ওয়ার্ড নম্বর- ১৩৩ (বোরো- ১৫) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | রঞ্জিত শীল | ৭১৪৪ | ৫৬.৪৪ |
বিজেপি | আশুতোষ মজুমদার | ২৩০৬ | ১৮.২২ |
বাম | দোপাটি চ্যাটার্জি | ১৯৬৭ | ১৫.৫৪ |
কংগ্রেস | আলি মুমতাজ | ১১০০ | ৮.৬৯ |
অন্যান্য | – | ১৪১ | ১.১১ |