কলকাতা: ৫ নং ওয়ার্ড, কলকাতা পৌরসংস্থার ১ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তরাংশে টালা, বেলগাছিয়া ও চিৎপুর অঞ্চলের অংশবিশেষ নিয়ে গঠিত। ৫ নং ওয়ার্ড হল কলকাতার পৌর-প্রশাসনের একটি নির্বাচনী ক্ষেত্র এবং কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অংশ।
৫ নং ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে পাইকপাড়া রাজা মণীন্দ্র রোড ও জীবনকৃষ্ণ ঘোষ রোড; পূর্ব দিকে রয়েছে অনাথনাথ দেব লেন, ইন্দ্র বিশ্বাস রোড ও পূর্ব রেল লাইন; দক্ষিণ দিকে রয়েছে ক্ষুদিরাম বসু সরণি, নিউ ক্যানাল ও সার্কুলার ক্যানাল এবং পশ্চিম দিকে রয়েছে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড।
২০০৫ থেকেই এই ওয়ার্ডে জয়ের মুখ দেখেছে তৃণমূল। সেবার ঘাসফুলের তরফে জয়ী হন মালা রায়। পরবর্তীতে ২০১০ ও ২০১৫ সালে দুইবারই এই ওয়ার্ড থেকে জয়ী হন তরুণ সাহা।
তৃণমূলের তরফে এ বারেও এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইবারের বিজয়ী কাউন্সিলর তরুণ সাহা। বিজেপির তরফে নির্বাচিত হয়েছেন রাম যাদব এবং সিপিএমের তরফে রমেশ পাণ্ডে।
কাশীপুর-বেলগাছিয়া-চিৎপুর || ওয়ার্ড নম্বর- ৫ (বোরো- ১) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | তরুণ সাহা | ১১,১০৭ | ৮৩.৭৪ | ৭০.৩৬ |
বিজেপি | শ্রীরাম যাদব | ৯০৩ | ৬.৮১ | ১০.৩৪ |
বাম | রমেশ পাণ্ডে | ১০৩৩ | ৭.৭৯ | ১৫.৬০ |
কংগ্রেস | রাম কুমার ঝা | ১৪৫ | ১.০৯ | ২.৬৬ |
অন্যান্য | – | ৭৫ | ০.৫৭ | ১.০৪ |
কাশীপুর-বেলগাছিয়া-চিৎপুর || ওয়ার্ড নম্বর- ৫ (বোরো- ১) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | তরুণ সাহা | ১০,১৭৬ | ৭০.৩৬ |
বিজেপি | স্বপন চক্রবর্তী | ১,৪৯৬ | ১০.৩৪ |
বাম | প্রতীপ দাশগুপ্ত | ২,২৫১ | ১৫.৬০ |
কংগ্রেস | প্রদীপ রায় | ৩৮৬ | ২.৬৬ |
অন্যান্য | – | ১৫৪ | ১.০৪ |