কলকাতা: ৬ নং ওয়ার্ড (ward no. 6) কলকাতা পৌরসংস্থার একটি প্রশাসনিক বিভাগ। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তরাংশের চিৎপুর অঞ্চলের অংশবিশেষ নিয়ে গঠিত। ৬ নং ওয়ার্ড কলকাতার পৌর-প্রশাসনের একটি নির্বাচনী ক্ষেত্র এবং কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অংশ।
৬ নং ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে রুস্তমজি পার্সি রোড ও খগেন্দ্র চট্টোপাধ্যায় রোড; পূর্ব দিকে রয়েছে রুস্তমজি পার্সি রোড, কাশীপুর রোড ও ব্যারাকপুর ট্রাঙ্ক রোড; দক্ষিণ দিকে রয়েছে সার্কুলার খাল এবং পশ্চিম দিকে রয়েছে হুগলি নদী।
২০০৫ থেকে এই ওয়ার্ড কংগ্রেসের শক্ত ঘাঁটি হলেও পরে তা তৃণমূলের দখলে চলে যায়। ২০০৫-এ এই কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের তরফে জয়ী হন সুমন সিংহ। ২০১০ সালেও সুমনই জয়লাভ করে। এরপর সুমন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। ২০১৫-র পুরভোটে তৃণমূল তাঁকে প্রার্থী করে ও তিনি জয়লাভ করেন।
তিনবারের জয়ী কাউন্সিলর সুমন সিংহই এ বারে তৃণমূলের তরফে প্রার্থী এই ওয়ার্ডে। বিজেপির তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রমীলা সিংহ।
কাশীপুর-বেলগাছিয়া–চিৎপুর || ওয়ার্ড নম্বর- ৬ (বোরো- ১) || ২০২১ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ | ২০১৫ (শতাংশ) |
---|---|---|---|---|
তৃণমূল | সুমন সিং | ১৬,৮৯০ | ৭৪.৯১ | ৪০.৪০ |
বিজেপি | প্রমিলা সিং | ৪১৪২ | ১৮.৩৭ | ৩৪.০০ |
বাম | সাগিনা বেগম | ৮০৬ | ৩.৫৭ | ৭.১৩ |
কংগ্রেস | প্রীতি সাউ | ৪৬০ | ২.০৪ | ১৬.৮২ |
অন্যান্য | – | – | – | ১.৬৫ |
কাশীপুর-বেলগাছিয়া-চিৎপুর || ওয়ার্ড নম্বর- ৬ (বোরো- ১) || ২০১৫ ফলাফল |
দল | প্রার্থী | ভোট | শতাংশ |
---|---|---|---|
তৃণমূল | সুমন সিং | ৮,৫২০ | ৪০.৪০ |
বিজেপি | প্রমীলা সিং | ৭,১৬৮ | ৩৪.০০ |
বাম | পিঙ্কি কাহার | ১,৫০৪ | ৭.১৩ |
কংগ্রেস | তারানা ওয়াহিদ | ৩,৫৫১ | ১৬.৮২ |
অন্যান্য | – | ৩৫৭ | ১.৬৫ |