Ward No. 14 Maniktala Bagmari KMC Election Result 2021 LIVE: তৃণমূলের আধিপত্য অটুট, জয়ী অমল চক্রবর্তী

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 30, 2021 | 11:00 PM

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 14 Maniktala Bagmari KMC Election Result 2021 LIVE: তৃণমূলের আধিপত্য অটুট, জয়ী অমল চক্রবর্তী
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস

Follow Us

কলকাতা: ১৪ নং ওয়ার্ড,  কলকাতা পৌরসংস্থার ৩ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। কলকাতা শহরের উত্তরাংশে উল্টোডাঙা ও বাগ্মারি অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly) অন্তর্গত।

১৪ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে হরিশ নিয়োগী রোড, বিধাননগর রোড ও বারীন ঘোষ সরণি; পূর্ব দিকে পূর্ব রেল লাইন, রামকান্ত সেন লেন ও বাগমারি রোড; দক্ষিণ দিকে বাগমারি রোড ও সতিন সেন রোড এবং পশ্চিম দিকে হরিশ নিয়োগী রোড ও সার্কুলার খাল।

২০০৫ সালে এই ওয়ার্ডে জয়ী হন কল্যাণ মুখোপাধ্যায়। ২০১০ সালে তৃণমূলের তরফে এই ওয়ার্ডে জয়লাভ করেন অমল চক্রবর্তী। পরের বার ২০১৫-তেও প্রার্থী হন অমল ও জয়লাভ করেন।

২০২১-এ পুরভোটে যাঁরা প্রার্থী হলেন

তৃণমূলের তরফে প্রার্থী হলেন অমল চক্রবর্তী। বিজেপির তরফে প্রার্থী হয়েছেন দেবরাজ সাহা। সিপিএমের তরফে এই ওয়ার্ডে লড়ছেন স্বপন ঘোষ।

মানিকতলা-বাগমারী || ওয়ার্ড নম্বর- ১৪ (বোরো- ৩) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল অমল চক্রবর্তী (ভোলা) ২৩০৮০ ৭৬.০৫ ৫৬.০৬
বিজেপি দেবরাজ সাহা ২৫৬২ ৮.৪৪ ১০.৫৬
বাম স্বপন ঘোষ ৩৬৫১ ১২.০৩ ২৭.৬১
কংগ্রেস পলাশ কুমারী সাহা ৪৫৮ ১.৫১ ৩.৯৩
অন্যান্য ২৪৪ ০.৮০ ১.৮৪

 

মানিকতলা-বাগমারী || ওয়ার্ড নম্বর- ১৪ (বোরো- ৩) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল অমল চক্রবর্তী ১৮,৪৫৫ ৫৬.০৬
বিজেপি সুনীল রায় ৩,৪৭৭ ১০.৫৬
বাম কল্যাণ মুখার্জি ৯,০৯১ ২৭.৬১
কংগ্রেস বিশ্বদেব কর্মকার ১,২৯৪ ৩.৯৩
অন্যান্য ৫৯৯ ১.৮৪
Next Article