কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্ বিশ্বাস
কলকাতা: ১২ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ২ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। এই ওয়ার্ডটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তরাংশের শ্যামবাজার অঞ্চলের কিয়দংশ নিয়ে গঠিত। ওয়ার্ডটি মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly) অন্তর্গত।
১২ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে সার্কুলার খাল। পূর্ব দিকে সার্কুলার খাল। দক্ষিণ দিকে শ্রীঅরবিন্দ সরণি। পশ্চিম দিকে আচার্য প্রফুল্লচন্দ্র রোড।
বরাবরই এই ওয়ার্ডে দাপট দেখিয়েছে তৃণমূল। ২০০৫ সালে তৃণমূলের তরফে এই ওয়ার্ডে জয়ী হন প্রণতি ভট্টাচার্য। ২০১০-এ তৃণমূলের টিকিটে জয়লাভ করেন সমরজিত্ ভট্টাচার্য। পরে, ২০১৫-তে ফের প্রণতিকেই নির্বাচন করা হয় ও তৃণূলের টিকিটে তিনি জয়লাভ করেন।
মানিকতলা-শ্যামবাজার || ওয়ার্ড নম্বর- ১২ (বোরো- ২) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
মীনাক্ষী গঙ্গোপাধ্যায় |
৭৩০৬ |
৭১.৪০ |
৬১.৯০ |
বিজেপি |
তনুশ্রী রায় |
১৮৫৯ |
১৮.১৭ |
১৬.৯৩ |
বাম |
পূবালী দেব |
৮০১ |
৭.৮৩ |
১৬.৩০ |
কংগ্রেস |
অনিমা ঘোষ |
১২৮ |
১.২৫ |
৩.০০ |
অন্যান্য |
– |
১৩৯ |
১.৩৬ |
১.৮৭ |
মানিকতলা-শ্যামবাজার|| ওয়ার্ড নম্বর- ১২ (বোরো- ২) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
প্রণতি ভট্টাচার্য |
৬,৭৭৮ |
৬১.৯০ |
বিজেপি |
তাপসী সরকার |
১,৮৫৫ |
১৬.৯৩ |
বাম |
সাগরিকা দাস (ব্যানার্জি) |
১,৭৮৫ |
১৬.৩০ |
কংগ্রেস |
প্রতীক ব্যানার্জি (মৌসুমী) |
৩৩১ |
৩.০০ |
অন্যান্য |
– |
২০৬ |
১.৮৭ |