Ward No. 21 Shyampukur Jorabagan KMC Election Result 2021 LIVE: একটুর জন্য গড় ‘মিস’ লালের, ফুটল ঘাসফুল

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Dec 30, 2021 | 11:12 PM

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 21 Shyampukur Jorabagan KMC Election Result 2021 LIVE: একটুর জন্য গড় মিস লালের, ফুটল ঘাসফুল
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস

Follow Us

কলকাতা: ২১ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ৪ নং ওয়ার্ডের একটি প্রশাসনিক বিভাগ। কলকাতা শহরের উত্তরাংশে জোড়াবাগান অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

২১ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে নিমতলা ঘাট স্ট্রিট পর্যন্ত পোর্ট ট্রাস্ট রোড; পূর্ব দিকে বৈষ্ণবচরণ শেঠ স্ট্রিট ও যদুলাল মল্লিক রোড; দক্ষিণ দিকে কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট, দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিট ও হুগলি নদীর তীর পর্যন্ত পোর্ট ট্রাস্ট রোড এবং পশ্চিম দিকে হুগলি নদী।

২০০৫ সাল থেকেই এই ওয়ার্ডটি সিপিএমের দখলে। ২০০৫ সালে এই ওয়ার্ডে ক্ষমতা দখল করেন অজয় কুমার সাহা। পরপর দুইবার এই ওয়ার্ডে জয় পান অজয়। ২০১৫ সালে সুজাতা সাহা সিপিএমের তরফে এই ওয়ার্ডে জয়যুক্ত হন।

২০২১-এ যাঁরা পুরভোটে ২১ নম্বর ওয়ার্ডে প্রার্থী:

তৃণমূলের তরফে এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন মীরা হাজরা। বিজেপির তরফে প্রার্থী হয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। সিপিএমের তরফে নির্বাচিত হয়েছেন সুজাতা সাহা।

শ্যামপুকুর-জোড়াবাগান|| ওয়ার্ড নম্বর- ২১ (বোরো- ৪) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল মীরা হাজরা ৩৮৫১ ৪০.৬৮ ২৬.৬৩
বিজেপি পূর্ণিমা চক্রবর্তী ১৬৯৯ ১৭.৯৫ ১৪.৫৫
বাম সুজাতা সাহা ৩৮০৭ ৪০.২১ ৫৩.৫৪
কংগ্রেস ৩.০৫
অন্যান্য ২.২৩

 

শ্যামপুকুর-জোড়াবাগান|| ওয়ার্ড নম্বর- ২১ (বোরো- ৪) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল তারা পুরোহিত ২,৫০৯ ২৬.৬৩
বিজেপি জানকী সিং ১,৩৭১ ১৪.৫৫
বাম সুজাতা সাহা ৫,০৪৩ ৫৩.৫৪
কংগ্রেস জয়শ্রী গুপ্তা ২৮৮ ৩.০৫
অন্যান্য ২৬৮ ২.২৩
Next Article