Ward No. 18 Shyampukur KMC Election Result 2021 LIVE: ‘লালগড়ে’ আসর জমিয়েছে তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Dec 22, 2021 | 2:41 PM

KMC Election Result 2021, Ward LIVE Counting:

Ward No. 18 Shyampukur KMC Election Result 2021 LIVE: লালগড়ে আসর জমিয়েছে তৃণমূল
কলকাতা পুরভোট, অলঙ্করণ: অভিজিত্‍ বিশ্বাস

Follow Us

কলকাতা: ১৮ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার ২ নং বরোর একটি প্রশাসনিক বিভাগ। কলকাতা শহরের উত্তরাংশে শোভাবাজার অঞ্চলের কিয়দংশ নিয়ে এই ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডটি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের (Shyampukur Assembly) অন্তর্গত।

১৮ নং ওয়ার্ডের সীমানা নিম্নরূপ: উত্তর দিকে শ্রীঅরবিন্দ সরণি, পূর্ব দিকে যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, দক্ষিণ দিকে দানী ঘোষ সরণি এবং পশ্চিম দিকে রবীন্দ্র সরণি।

২০০৫ও ২০১০ সালে পরপর এই ওয়ার্ডে জয়লাভ করে সিপিএম। জয়ী হন বামনেতা বিশ্বনাথ দাস। ২০১৫ সালে এই ওয়ার্ডে জয়লাভ করেন তৃণমূলের তরফে সুনন্দা সরকার।

২০২১-এ যাঁরা ১৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী

তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বীতা করছেন সুনন্দা সরকার। বিজেপির তরফে প্রার্থী হয়েছেন অনুরাধা সিং। বামেদের তরফে শ্রাবণী চক্রবর্তী।

তৃণমূলের প্রার্থী তালিকায় ৬৪ জন মহিলা প্রার্থী রয়েছেন। ১৯ জন তফশিলি জাতির, ২৩ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। বাদ গিয়েছে পুরনো বেশ কয়েকজনের নাম।

বিজেপির তালিকায় উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব পেয়েছে মহিলা প্রার্থীর নাম। ৫০টি ওয়ার্ডের বেশি জায়গায় পদ্ম শিবিরের মুখ মহিলারা। একই সঙ্গে তরুণ মুখ রয়েছে ৪৮টি।

শ্যামপুকুর- অরবিন্দ সরণী- শোভাবাজার || ওয়ার্ড নম্বর- ১৮ (বোরো- ২) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল সুনন্দা সরকার ১১৮৭০ ৮৯.০৭ ৫৬.২০
বিজেপি অনিরুদ্ধ সিং ৫৬১ ৪.২১ ১৬.৮০
বাম শ্রাবণী চক্রবর্তী ৭২৬ ৫.৪৫ ২৩.৭১
কংগ্রেস অমৃতা রায় ৭৮ ০.৫৯ ১.৮০
অন্যান্য ১.৪৯

 

শ্যামপুকুর- অরবিন্দ সরণী- শোভাবাজার || ওয়ার্ড নম্বর- ১৮ (বোরো- ২) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল সুনন্দা সরকার ৬,৩৮৫ ৫৬.২০
বিজেপি রেণু গুপ্তা ১,০৯৭ ১৬.৮০
বাম শ্রাবণী চক্রবর্তী ২,৬৯৬ ২৩.৭১
কংগ্রেস মধু ঘোষ ২০৩ ১.৮০
অন্যান্য ১৭৮ ১.৪৯
Next Article