Municipal Elections 2022 : রাজ্যজুড়ে অশান্তি মাত্র ০.৩ শতাংশ! ‘শান্তিপূর্ণ’ ভোটের ব্যাখ্যা দিলেন কুণাল

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 27, 2022 | 4:44 PM

Kunal Ghosh on Voting : ১০৭ টি পুরসভার নির্বাচনে রাজ্য জুড়ে অশান্তির ছবি ফুটে উঠেছে। সেই নির্বাচন নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, 'ভোট নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে।'

Municipal Elections 2022 : রাজ্যজুড়ে অশান্তি মাত্র ০.৩ শতাংশ! শান্তিপূর্ণ ভোটের ব্যাখ্যা দিলেন কুণাল
(ছবি সৌজন্যে : ফেসবুক)

Follow Us

কলকাতা : বহু প্রতীক্ষিত ১০৮ টি পুরসভার নির্বাচন চলছে বাংলায়। তবে ভোট হচ্ছে ১০৭ টি পুরসভায়। দিনহাটা পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শাসক শিবির তৃণমূল কংগ্রেস। বাকি ১০৭ টি পুরসভায় চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন বুথের বিক্ষিপ্ত অশান্তির ছবি দেখা গিয়েছে। উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডে ছবি করতে গিয়ে হিংসার শিকার হয়েছেন টিভি৯ বাংলার চিত্র সাংবাদিক ও চিত্র সাংবাদিক। রাজ্য জুড়ে এই ভোট পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র বলেছেন কুণাল ঘোষ বলেছেন, “অত্যন্ত নিরপেক্ষভাবে এই ভোট পরিচালিত হচ্ছে।”

এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেছেন, “যেখান থেকে জমায়েতের অভিযোগ বা অন্য কোনও অভিযোগ এসেছে বা বিরোধীরা অভিযোগ করেছেন সেখানে পুলিশ হস্তক্ষেপ করে কোথাও ভিড় সরিয়ে দিয়েছেন বা কোথাও গ্রেফতার করেছেন। অত্যন্ত নিরপেক্ষভাবে এই ভোট পরিচালিত হচ্ছে।” তিনি বলেছেন, “নিশ্চিত পরাজয় জেনে একটা প্রচারে ভেসে থাকার চেষ্টা। আর দুর্ভাগ্যজনকভাবে কিছু অভিযোগ এসেছে। আমরা তা সঠিক সময়ে সঠিক সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেব। কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে, কোনও কোনও সংবাদ মাধ্যম, তাঁদের সাংবাদিক ও চিত্র সাংবাদিক প্রত্যক্ষভাবে ভোটারদের অনৈতিকভাবে প্রভাবিত করেছেন তৃণমূল কংগ্রেসকে ভোট না দেওয়ার জন্য। এর কিছু ভিডিয়ো, কিছু বক্তব্য সকাল থেকেই আমাদের কাছে এসেছে। আমরা সেগুলি যথাযথভাবে পৌঁছে দেব সেই চ্যানেল বা অন্যান্য ফোরামে।”

বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের মুখপাত্র অভিযোগ করেছেন, “বিজেপির দিলীপ ঘোষ এবং অর্জুন সিং ঘুরে ঘুরে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের বিরুদ্ধে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।” তিনি আরও বলেছেন যে, “নির্বাচনের কিছু নিয়ম রয়েছে। যিনি যেখানকার তার বাইরে গিয়ে অবাধে ঘোরাফেরা করা যায় না। অন্য বুথের কাছে গিয়ে প্রভাবিত করা যায় না। এই কাজ বিজেপির অর্জুন সিং এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীও করেছেন। দিলীপ ঘোষও করেছেন।” বিরোধীদের তোপ দেগে তিনি বলেছেন,”বিজেপি বা বিরোধীরা এই ধরনের কিছু অপচেষ্টা করেছেন।” তিনি আরও বলেছেন, “সবচেয়ে বড় কথা, যাঁরা আজকে বলছেন আমাদের এই হয়নি ওই হয়নি। তাঁদের পরিষ্কার করে বলে দিই, আজকে ২২৭৬ টি ওয়ার্ডে ভোট হচ্ছে। মোট বুথ ১১,২৮০ টি। সবকটি চ্যানেল, সবকটি সংবাদ মাধ্যম, সবকটি বিরোধী দলের অভিযোগ যদি সত্যও হয় তাহলে মোট বুথের ০.৩ শতাংশ হয়ত গন্ডগোলের অভিযোগ উঠেছে।”

তিনি আরও বলেছেন, “মানুষ দেখেছেন প্রচারের সময় বামপন্থীদের প্রচার সভায় বক্তা ছাড়া ১৫ জন লোকও হয়নি। বিজেপির মিছিলে এদিক ওদিক থেকে লোক এনে ২০ জন লোকও হয়নি। তাঁরা পরাজয় নিশ্চিত জেনে নানাভাবে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেছেন।” তিনি জানিয়েছেন, “আমরা বারবার সতর্ক করে রেখেছিলাম যাতে আমাদের দলের লোকেরা বিরোধীদের প্ররোচনায় পা না দেয়। আমাদের কর্মীরা যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রেখে কাজ করেছেন।”

আরও পড়ুন :  Municipal Elections 2022: সিপিএমের ওপর ‘হামলা’র ছবি করছিলেন, TV9 বাংলার সাংবাদিককে মাটিতে ফেলে পেটালেন ২০-২৫ জন ‘তৃণমূলী’

Next Article