Madhya Pradesh Assembly Election Exit Poll: ‘এমন ভোট আগে কখনও দেখিনি’, বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতেই বললেন শিবরাজ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 30, 2023 | 9:40 PM

Madhya Pradesh: বুথ ফেরত সমীক্ষায় যাই আভাস থাকুক, ফের একবার মধ্য প্রদেশে বিজেপির সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী সেখানকার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্য প্রদেশের মহিলাদের থেকে বিজেপি যে ধরনের সমর্থন পেয়েছে, তাতে অভূতপূর্ব ফল শুধু সময়ের অপেক্ষা করছে বলেই মনে করছেন শিবরাজ সিং চৌহান।

Madhya Pradesh Assembly Election Exit Poll: এমন ভোট আগে কখনও দেখিনি, বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হতেই বললেন শিবরাজ
শিবরাজ সিং চৌহান
Image Credit source: TV9 Network

Follow Us

ভোপাল: পোলস্ট্র্যাটের বুথ ফেরত সমীক্ষায় মধ্য প্রদেশে পিছিয়ে রয়েছে বিজেপি। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষাতেও কংগ্রেস অনেকটা এগিয়ে থাকছে বিজেপির থেকে। আবার অন্য বেশ কয়েকটি এক্সিট পোলে পাল্লা ভারী বিজেপির দিকেই। বুথ ফেরত সমীক্ষায় যাই আভাস থাকুক, ফের একবার মধ্য প্রদেশে বিজেপির সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী সেখানকার মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্য প্রদেশের মহিলাদের থেকে বিজেপি যে ধরনের সমর্থন পেয়েছে, তাতে অভূতপূর্ব ফল শুধু সময়ের অপেক্ষা করছে বলেই মনে করছেন শিবরাজ সিং চৌহান।

তাঁর দাবি, মধ্য প্রদেশে কোথাও কোনও কাঁটায় কাঁটায় টক্কর নেই। বিপুল জনমত নিয়ে বিজেপি জিতবে বলে আত্মপ্রত্যয়ী তিনি। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জে পি নাড্ডার প্রতি রাজ্যবাসীর যে ভালবাসা রয়েছে, সেই কথাও উঠে আসে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের গলায়। বললেন, “আমি সবসময়ই আত্মবিশ্বাসী।” এরকম ভোট তিনি আগে কখনও দেখেননি বলেও জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারের সময় পুরুষদের ভিড় তো হতই, একইসঙ্গে মহিলাদেরও প্রচুর ভিড় হত বলে দাবি শিবরাজের।

মধ্য প্রদেশের শিবরাজ সরকারের মন্ত্রী বিশ্বাস সারাঙ্গও যথেষ্ট আশাবাদী, বিজেপি সরকার গঠনের বিষয়ে। তাঁর বক্তব্য, “অনায়াসেই বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। তবে বুথ ফেরত সমীক্ষা নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”

অন্যদিকে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসার পর কিছুটা সাবধানী কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং। তাঁর মতে, বুথ ফেরত সমীক্ষাগুলি একমুখী নয়। তাই এখনই এই নিয়ে কিছু বলতে চাইছেন না তিনি। তবে একইসঙ্গে এও জানালেন, ‘১৩০টির বেশি আসন পেতে চলেছে কংগ্রেস। মানুষ পরিবর্তন চাইছে। শিবরাজ সিংয়ের সরকারের উপর মানুষ বিরক্ত হয়ে উঠেছে।’  তবে বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত নিয়ে বিজেপিকে খোঁচা দিতে ছাড়ছেন না ইন্দোরের কংগ্রেস সাংসদ জিতু পাটওয়াড়ি। তাঁর বক্তব্য, “বিজেপি কোনও জায়গায় এগিয়ে নেই। ছত্তীসগঢ়, তেলঙ্গানা, মধ্য প্রদেশ বা রাজস্থান… চার রাজ্যেই কংগ্রেস এগিয়ে।”

 

Next Article