বাকি চার রাজ্যের মতো এবার মণিপুরেও শুরু হল ভোটযুদ্ধ। আজ মণিপুরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন। মোট ৩৮টি আসনে ১৭৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে আজ। এদিনের নির্বাচনে বিশেষ নজরে থাকবে পশ্চিম ইম্ফল, বিশেনপুর, কাঙ্গপোকপি ও চূড়াচন্দ্রপুর। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মোট ৬০টি আসনের মধ্যে ২৮টি জয়ী হয়েছিল কংগ্রেস। তবে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যায় পৌঁছতে না পারায়, তারা সরকার গড়তে পারেনি। অন্যদিকে, বিজেপি ২১টি আসনে জয়ী হলেও তারা ন্যাশনাল পিপলস পার্টি, নাগা পিপলস ফ্রন্ট, তৃণমূল কংগ্রেস ও লোক জনশক্তি পার্টির সমর্থনে সরকার গঠন করে। প্রথম দফার নির্বাচনে বিজেপি ৩৮টি আসনেই লড়ছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে ৩৫টি আসনে। অন্যদিকে, জেডি(ইউ) ২৮টি, এনপিপি ২৭টি, শিবসেনা ৭টি আসনে প্রার্থী দিয়েছে। প্রথম দফার নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (হেইগ্যাং), বিশ্বজিৎ সিং (থংজু), গোবিন্দদাস কে সিং (বিশেনপুর)। মণিপুর নির্বাচনের যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
মণিপুরে আজ প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হল। মোটামুটি শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে। বিকেল ৫ টা অবধি ভোট পড়েছে ৭৮.০৩ শতাংশ। কাংপোকিতে ৮২.৯৭ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম ইম্ফলে ভোট পড়েছে ৮২.১৯ শতাংশ এবং ইম্ফল পূর্বে ৭৬.৬৪ শতাংশ ভোট পড়েছে।
মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুর ১টা অবধি ভোট পড়ল ৪৮.৮৮ শতাংশ।
48.88 % voters turnout recorded till 1 pm in the first phase of #ManipurElections2022 pic.twitter.com/08dRgoAJKj
— ANI (@ANI) February 28, 2022
মণিপুরের প্রথম দফার বিধানসভা নির্বাচনে সকাল ১১টা অবধি ভোট পড়ল ২৭.৩৪ শতাংশ।
27.34% voters turnout recorded till 11 am in the first phase of #ManipurElections2022 pic.twitter.com/UK7ru4aW0h
— ANI (@ANI) February 28, 2022
প্রথম দফার ভোট গ্রহণ চলছে মণিপুরে। সকাল সাড়ে ৯টা অবধি ভোট পড়েছে ৮.৯৪ শতাংশ।
8.94% voters turnout recorded till 9.30 am in the first phase of #ManipurElections2022 pic.twitter.com/G06Bq4ST3k
— ANI (@ANI) February 28, 2022
মণিপুর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটপর্বে সকালেই মতদান করতে হাজির হলেন উপ-মুখ্যমন্ত্রী তথা এনপিপির প্রার্থী উমনাম জয়কুমার সিং।
Manipur Deputy CM and NPP candidate from Uripok, Yumnam Joykumar Singh cast his vote in Naoremthong Upper Primary School in Imphal#ManipurElections2022 pic.twitter.com/9lZHIGPQdW
— ANI (@ANI) February 28, 2022
সকালেই ভোট দিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, “আমি মণিপুরের সকলের কাছে অনুরোধ করছি তারা যেন নিজেদের মতদান করেন। কারণ আমাদের দেশ গণতন্ত্র দ্বারা পরিচালিত এবং ভোট এই গণতন্ত্রেরই প্রতীক।”
Manipur Governor La Ganesan votes at Tamphasana Girls' Higher Secondary School in Imphal
He says, "I appeal to all people of Manipur that they should exercise their franchise because in our country democracy is prevailing & sign of democracy is election."#ManipurElections2022 pic.twitter.com/pXQkALurcy
— ANI (@ANI) February 28, 2022
প্রথম দফার বিধানসভা নির্বাচন চলছে মণিপুরে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। এখনও অবধি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে বলে জানা গিয়েছে।
First phase Assembly elections underway in Manipur.
Visuals from Tamphasana Girls' Higher Secondary School in Imphal pic.twitter.com/xu6yI4q6iD
— ANI (@ANI) February 28, 2022
সকাল সাতটা থেকে শুরু হল মণিপুরের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব।
Voting for the first phase of #ManipurElections begins; 173 candidates in 38 constituencies in fray
Key candidates -CM N Biren Singh from Heingang, Speaker Y Khemchand Singh from Singjamei, Dy CM Yumnam Joykumar Singh from Uripok & state Congress chief N Lokesh Singh from Nambol pic.twitter.com/nZg8DYeLdQ
— ANI (@ANI) February 28, 2022
মণিপুরে আজ প্রথম দফার বিধানসভা নির্বাচন। সকাল সাতটা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব। তার আগেই বুথগুলির নিরাপত্তা খতিয়ে দেখা হল।
Manipur | Preparations underway for the 1st phase of Manipur Assembly elections; visuals from Thangmeiband Khoyathong Tombisana High School, Imphal
"Security personnel is present in large numbers from Assam & Manipur, smooth polling is expected": Presiding Officer Dr Syed Ahmed pic.twitter.com/2XSCV30KN0
— ANI (@ANI) February 28, 2022
এদিনের নির্বাচনে বিশেষ নজরে থাকবে পশ্চিম ইম্ফল, বিশেনপুর, কাঙ্গপোকপি ও চূড়াচন্দ্রপুর প্রভৃতি আসন। প্রথম দফার নির্বাচনে তারকা প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (হেইগ্যাং), বিশ্বজিৎ সিং (থংজু), গোবিন্দদাস কে সিং (বিশেনপুর)।
মণিপুরেও শুরু হল ভোটযুদ্ধ। আজ মণিপুরের বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন। মোট ৩৮টি আসনে ১৭৩ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে আজ।