বিধানসভা নির্বাচনের শেষ পর্বে মণিপুরে আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় মোট ৬টি জেলায় ২২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে। মোট ৯২ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব, চলবে বিকেল ৪টে অবধি। যারা করোনা আক্রান্ত, তাদের জন্য ভোট গ্রহণের শেষ এক ঘণ্টা ধার্য করা হয়েছে অর্থাৎ দুপুর ৩টে থেকে ৪টে অবধি তারা ভোট দিতে পারবেন। এদিন মোট ৮ লক্ষ ৩৮ হাজার জনগণ মতদান করবেন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ হয়েছিল। দ্বিতীয় দফায় যে কেন্দ্রগুলি বিশেষ নজরে থাকবে, তা হল থৌবাল, চণ্ডেল, উখরুল, সেনাপতি, জিরিবাম, লিলং, হেইরক প্রভৃতি।
মণিপুরে সমাপ্ত হল দ্বিতীয় দফার নির্বাচন। বিকেল ৫ টা অবধি সেখানে ভোট পড়েছে ৭৬.০৪ শতাংশ।
আজ মণিপুরে দ্বিতীয় দফার নির্বাচন। দুপুর তিনটে অবধি ভোট পড়েছে ৬৭.৭৭ শতাংশ।
ভোট দেওয়াকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল মণিপুরে। কারং বিধানসভা কেন্দ্রে ভোটারদের মধ্যে বচসাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়, এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
মণিপুরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল ১১টা অবধি ভোট পড়ল ২৮.১৯ শতাংশ।
28.19% voters turnout recorded till 11 am in the second phase of #ManipurElections2022 pic.twitter.com/5Kxl1Obcqj
— ANI (@ANI) March 5, 2022
বেলা বাড়তেই মণিপুরের বিভিন্ন কেন্দ্রে দেখা গেল ভোটারদের ভিড়।
#ManipurElections2022 | People queue up to cast votes at a polling station in Thoubal district
"Unemployment is the main issue. We're voting for more opportunities," said young voters pic.twitter.com/fiU8NRslZ8
— ANI (@ANI) March 5, 2022
মণিপুরে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। সকাল ৯টা অবধি ভোট পড়ল ১১.৪ শতাংশ।
মণিপুর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সকালেই ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ওকরাম ইবোবি সিং। জানা গিয়েছে, তিনি যে কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন, সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। এরজন্য তাঁকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।
#ManipurAssemblyelections2022 | Former Manipur CM & Congress leader Okram Ibobi Singh casts his vote after a brief delay at the polling station due to a technical error
"They said that there is some technical error," says Singh who is contesting from Thoubal Assembly seat pic.twitter.com/Fo3zUN14LE
— ANI (@ANI) March 5, 2022
মণিপুরে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এদিন সকালে ভোটারদের সামাজিক দূরত্ব মেনেই বুথের বাইরে লাইন দিয়ে দাড়িয়ে থাকতে দেখা গেল।
Polling for the last phase of #ManipurElections2022 has begun. Voters stand in queues while maintaining social distancing amid the #COVID19 pandemic.
Visuals from Parlon (pics 1-2) and Jiribam (pics 3-4).
(Photos: Chief Electoral Officer, Manipur) pic.twitter.com/uIs8dZjlNy
— ANI (@ANI) March 5, 2022
মণিপুর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ আজ। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।
Voting for the last phase of #ManipurElections2022 begins; 92 candidates across 22 assembly constituencies in fray.
Repolling also being held in 12 polling stations across 5 constituencies that went to the poll on Feb 28th in the first phase. pic.twitter.com/E87Wvajvgv
— ANI (@ANI) March 5, 2022
সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব, চলবে বিকেল ৪টে অবধি। যারা করোনা আক্রান্ত, তাদের জন্য ভোট গ্রহণের শেষ এক ঘণ্টা ধার্য করা হয়েছে অর্থাৎ দুপুর ৩টে থেকে ৪টে অবধি তারা ভোট দিতে পারবেন।
আজ মণিপুরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। দ্বিতীয় দফায় মোট ৬টি জেলায় ২২টি বিধানসভা আসনে ভোট গ্রহণ হবে।