৪ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আজ, সোমবার মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা। বিকেলের মধ্যেই নির্বাচনের ফল প্রকাশ হবে। গত ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন। মিজোরামে মুখ্য প্রতিদ্বন্দ্বী দলগুলি হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জ়োরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০ আসনে প্রার্থী দিয়েছিল। বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। আম আদমি পার্টিও এবার প্রথম মিজোরামের নির্বাচনে অংশ নিয়েছিল। ৪টি আসনে লড়েছে আপ প্রার্থীরা। গতকাল, ৩ ডিসেম্বরই বাকি ৪ রাজ্যের সঙ্গে মিজোরামের নির্বাচনের ফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে মিজোরামের ফল প্রকাশ একদিন পিছিয়ে দেওয়া হয়। মিজোরামে রবিবার দিনটি পবিত্র দিন বলে মনে করা হয় বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৮ সালে মিজোরামের বিধানসভা নির্বাচনে ২৬ আসনে জয়ী হয়েছিল এমএনএফ। কংগ্রেসকে হারিয়ে এনডিএ জোটের শরিক দল সরকার গঠন করেছিল। জ়োরাম পিপলস মুভমেন্ট দল পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ৫টি।
ZPM ও লালডুহোমাকে জয়ের অভিনন্দন জানিয়ে্ টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজোরামের উন্নয়নে সবরকম সাহায্যের বার্তাও দিয়েছেন তিনি।
মিজোরামে সরকার গড়তে চলেছে ZPM। এবার মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবিদার হিসাবে দলের প্রতিষ্ঠাতা লালডুহোমার নাম উঠলেও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেই দলের তরফে জানানো হয়েছে। সরকার গঠনের বিষয়ে আগামিকাল দলের নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন লালডুহোমা। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা স্থির করা হবে বলে সূত্রের খবর।
মিজোরামে ভোট গণনা আগেই শেষ হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। অবশেষে ২৭টি আসন পাওয়া ZPM-কে জয়ী ঘোষণা করল নির্বাচন কমিশন।
মিজোরাম ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ZPM। এবার সরকার গঠন নিয়ে মঙ্গলবার নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন দলের প্রধান লালডুহোমা এবং দলের কার্যকরী সভাপতি কে সাপদাঙ্গা।
রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।
#WATCH | Aizawl: Mizoram CM Zoramthanga tenders his resignation to Governor Dr Hari Babu Kambhampati at Raj Bhavan. pic.twitter.com/nXtuZgCmJh
— ANI (@ANI) December 4, 2023
মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছে ZPM। MNF পেয়েছে ১০টি আসন এবং বিজেপির ঝুলিতে মাত্র ২টি আসন। ফল প্রকাশের পরই আক্ষেপ ঝরে পড়ল রাজ্য বিজেপি সভাপতির গলায়। তিনি বলেন, “এই ফল অপ্রত্যাশিত ছিল।”
#WATCH | Mizoram Elections | State BJP President Vanlalhmuaka says, “…Earlier I said that people expected a hung assembly but after seeing the results, it is a little unexpected but we accept it and we respect the people’s mandate….Under the leadership of PM Modi and JP… pic.twitter.com/rDkKhoEtf1
— ANI (@ANI) December 4, 2023
২৭টি আসনে জয়ী হয়ে মিজোরামে সরকার গঠন করার বিষয়টি নিশ্চিত করল লালডুহোমার দল ZPM। MNF-এর ঝুলিতে পড়েছে মাত্র ১০টি আসন। বিজেপি পেয়েছে ২টি এবং কংগ্রেস ১টি আসন পেয়েছে।
মিজোরামের মুখ্যমন্ত্রী তথা MNF নেতা জোরামাথাঙ্গা আইজল পূর্ব -১ কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন। ZPM নেতা লালথানসাঙ্গার কাছে ২,১০১ ভোটে পরাজিত হলেন তিনি।
সকাল থেকেই এগিয়ে রয়েছে ZPM। এবার ZPM নেতা তথা দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালডুহোমা সেরচিপ কেন্দ্র জয়ী হলেন।
Mizoram results: ZPM’s CM candidate secures victory in Serchhip; party on track to form government with 17 wins, leads in 10 seats
Read @ANI Story | https://t.co/XIznQmRihY#MizoramElections2023 #Mizoram #ZPM pic.twitter.com/gt4fRt4fEU
— ANI Digital (@ani_digital) December 4, 2023
মিজোরামে এবার ক্ষমতায় আসছেন তাঁরাই, আত্মবিশ্বাসী জোরাম পিপলস মুভমেন্ট পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা। তিনি বলেন, “আগামিকাল বা তার পরেরদিন আমি রাজ্যপালের সঙ্গে দেখা করব। এই মাসেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।”
#WATCH | #MizoramElections2023 | Serchhip: ZPM Chief Ministerial candidate Lalduhoma says,”… Tomorrow or the day after tomorrow I will meet the Governor…Swearing-in will be within this month… pic.twitter.com/An2dikjljq
— ANI (@ANI) December 4, 2023
মিজোরামের দুই আসনে জয়ী বিরোধী দল জ়োরাম পিপলস মুভমেন্ট দল। ৪০ আসনের মধ্যে ২৪ আসনেই এগিয়ে জেডপিএম।
গণনা এখনও শেষ হয়নি। তার আগেই মিজোরামে বিজয়োৎসব শুরু করল জ়োরাম পিপলস মুভমেন্ট পার্টির কর্মী ও সমর্থকরা।
#WATCH | #MizoramElections2023 | ZPM (Zoram People’s Movement) workers and supporters begin celebrations in Serchhip after the party registers a comfortable lead in the state election – winning 2 and leading on 24 of the total 40 seats. pic.twitter.com/dVHE853Fp5
— ANI (@ANI) December 4, 2023
মিজোরামে ভোট বাড়তে পারে বিজেপির। গত নির্বাচনে মাত্র একটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। আজ গণনা চলাকালীন, সকাল ১১টার ট্রেন্ড অনুযায়ী ৩ আসনে এগিয়ে বিজেপি। মাত্র ১ আসনে এগিয়ে কংগ্রেস।
বেলা বাড়তেই ফের পরিবর্তন মিজোরামের ভোট গণনার ট্রেন্ডে। সকাল থেকেই বিরোধী দল জ়োরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম এগিয়ে থাকলেও, ধীরে ধীরে আসন সংখ্যা বাড়ছে শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্টেরও। বর্তমানে জেডপিএম এগিয়ে ২৬ আসনে, এমএনএফ এগিয়ে ১০ আসনে।
মিজোরামে সকাল থেকেই শুরু হয়েছে ভোটগণনা। গণনা শুরু হতেই দেখা গিয়েছে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে জোরাম পিপলস মুভমেন্ট। শেষ পাওয়া আপডেট অনুযায়ী ২৯টি আসনে এগিয়ে রয়েছে ZPM। মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে রয়েছে ৭টি আসনে। বিজেপি ৩টি আসনে এবং কংগ্রেস ১টি আসনে।
মিজোরামে পালাবদলের সম্ভাবনা প্রবল। ক্ষমতায় আসতে পারে জ়োরাম পিপলস মুভমেন্ট দল। ইতিমধ্যেই ২২টি আসনে এগিয়ে গিয়েছে জেডপিএম, যা সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা থেকে বেশি।
#MizoramElections2023 | ZPM (Zoram People’s Movement) crosses the halfway mark, leads on 22 seats.
Ruling MNF (Mizo National Front) trails with a lead on 10 seats. pic.twitter.com/mWN1WAytwz
— ANI (@ANI) December 4, 2023
গণনা শুরুর এক ঘণ্টার মধ্যে ১৯ আসনে এগিয়ে গেল জ়োরাম পিপলস মুভমেন্ট। শাসক দল এমএনএফ এগিয়ে ১২ আসনে। কংগ্রেস এগিয়ে ৮ আসনে, বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ১ আসনে।
গণনার শুরুতেই ৫ আসনে এগিয়ে জ়োরাম পিপলস মুভমেন্ট। ৪ আসনে এগিয়ে রয়েছে শাসক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। কংগ্রেসও এগিয়ে রয়েছে ৪ আসনে।
আইজলের বুথে শুরু হয়েছে ভোট গণনা।
#WATCH | Counting of votes for #MizoramElections2023 has begun. Visuals from a counting centre in Aizawl. pic.twitter.com/ZkGZDziI9Z
— ANI (@ANI) December 4, 2023
মিজোরামে শুরু হল ভোট গণনা। বুথে বুথে স্ট্রং রুম খোলা হয়েছে। গণনা শুরু হয়েছে ব্যালট পেপারের।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা। বিভিন্ন বুথে ইতিমধ্যেই আনা হয়েছে ব্যালট বোঝাই বাক্স। রয়েছে কড়া নিরাপত্তাও।
#WATCH | Counting for #MizoramElections2023 to take place today. Visuals from a counting centre in Aizawl as boxes containing ballot papers being brought here. pic.twitter.com/H8to3KfcIY
— ANI (@ANI) December 4, 2023
বুথে বুথে গণনার প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে গণনা কেন্দ্রগুলিতে।
#WATCH | Preparations underway at the counting centre in Serchhip where the counting of votes for the Mizroam Assembly Elections will begin shortly. pic.twitter.com/QiedojHJ7B
— ANI (@ANI) December 4, 2023
আর আধ ঘণ্টা বাদেই মিজোরামে শুরু হবে ভোটগণনা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বুথে বুথে।
#WATCH | Preparations underway at the counting centre in Aizawl where the counting of votes for the Mizoram Assembly Elections will begin shortly.
(Visuals from Office of the Deputy Commissioner, Aizawl) pic.twitter.com/1Mt6iWiB0s
— ANI (@ANI) December 4, 2023
মিজোরামে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। দুপুর বা বিকেলের মধ্যেই গণনা শেষ হয়ে যাবে।
বুথ ফেরত সমীক্ষায় এবার মিজোরামে পালাবদলের সম্ভাবনাই উঠে এসেছে। মিজ়ো ন্যাশনাল ফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে বিরোধী দল জ়োরাম পিপলস মুভমেন্ট। জেডপিএম পেতে পারে ২৮ থেকে ৩৫টি আসন। এমএনএফের মাত্র ৩ থেকে ৭টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস মাত্র ২ থেকে ৪টি আসন পাবে, বিজেপি সর্বাধিক ২টি আসন পেতে পারে।