AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipal Elections 2022: ৭০ লক্ষ টাকা দিয়ে প্রার্থীপদ ‘কিনেছেন’ তৃণমূল নেতা! কাঁথিতে চাঞ্চল্য

TMC Candidate List: কিছুদিন আগেই তরুণের বিরুদ্ধে ১১ নম্বর ওয়ার্ডে পোস্টার পড়েছিল। শনিবার সরস্বতী পুজোর দিনে রাতের অন্ধকারে পোস্টার পড়ে।

Municipal Elections 2022: ৭০ লক্ষ টাকা দিয়ে প্রার্থীপদ 'কিনেছেন' তৃণমূল নেতা! কাঁথিতে চাঞ্চল্য
বিতর্ক কাঁথিতে, নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 12:36 AM
Share

পূর্ব মেদিনীপুর: দোরগোড়ায় পুরভোট। কিন্তু প্রার্থী তালিকা নিয়ে বিরোধ থামছেই না। উল্টে, ক্রমেই বাড়ছে বিরোধ। মনোনয়ন জমা দেওয়ার আগে কোথাও তালাবন্ধ করে প্রার্থীকে আটকে রাখার অভিযোগ উঠছে। কোথাও বা পোস্টার বিতর্কে জড়িয়েছেন প্রার্থীরা। শাসক শিবিরের মুষল পর্ব কার্যত রাস্তায় এসে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ফের টাকার বিনিময়ে তৃণমূলে (TMC) প্রার্থীপদ কেনার অভিযোগ উঠল। টাকা দিয়ে প্রার্থীপদ কেনার অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তরুণ কুমার বেরা কয়েকদিন আগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক থেকে ৫০ লক্ষ ও ২০ লক্ষ  টাকার চেক ভাঙিয়েছেন। অন্য ব্যাঙ্ক থেকেও টাকা তুলেছেন কি না তা এখনও স্পষ্ট নয়। সেই টাকা দিয়েই তৃণমূলের প্রার্থী পদ কিনেছেন তরুণ অভিযোগ এমনটাই।

কাঁথি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সুময় দাসের আরও অভিযোগ, বিধানসভা নির্বাচন আবহে তরুণ কুমার তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। সেইসময় একাধিক দলীয় কার্যালয় ভাঙচুরও করেছিলেন তিনি। নির্বাচন মিটতেই ফের তৃণমূলে ফেরেন তরুণ। যা নিয়ে দলের অন্দরে চাপা ক্ষোভ ছিলই। এ বার টাকা দিয়ে প্রার্থী হওয়ার অভিযোগও উঠল তাঁর বিরুদ্ধে। যদিও, এই ঘটনায় খোদ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কোনও প্রতিক্রিয়া দেননি। পরে অবশ্য মহকুমাশাসকের হস্তক্ষেপে ও আইসি দাঁড়িয়ে থেকে ওই নির্দল প্রার্থীর মনোনয়ন জমা করান।

কিছুদিন আগেই তরুণের বিরুদ্ধে ১১ নম্বর ওয়ার্ডে পোস্টার পড়েছিল। শনিবার সরস্বতী পুজোর দিনে রাতের অন্ধকারে পোস্টার পড়ে। পোস্টারে লেখা হয়েছিল, ‘বিজেপির দালাল, মিড ডে মিলের চাল চোর , আবাস যোজনার টাকা আত্মসাৎ, এমন চোর প্রার্থী তরুণ কুমার বেরাকে ১১ নং ওয়ার্ড থেকে দূর হাটাও।’  শহরে একাধিক জায়গায় সেই পোস্টার পরিলক্ষিত হয়। কাঁথির তৃণমূলের প্রার্থী বাতিলের দাবিতে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরির কাছে প্রথমে দেখানো হয়েছিল বিক্ষোভ। তাতে কাজ না হওয়ায়  পরে পোস্টার পড়ে।

ওয়ার্ডে কিছু বাসিন্দাদের অভিযোগ, দু’দিন আগে পর্যন্ত তরুণ কুমার বেরা বিজেপি নেতা হিসেবে পরিচিত ছিল। গত বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তরুণ কুমার বেরা। সাম্প্রতিক কয়েকদিন আগে দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ দাসকে নিয়ে একটি কর্মী বৈঠক করে তরুণবাবু। গত কয়েকদিন আগে হঠাৎ বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতেই তরুণ বাবু ভাগ্য খুলে যায়। প্রার্থী তালিকা কাঁথি পৌরসভা ১১ নং ওয়ার্ড়ে তরুণ বেরাকে প্রার্থী করে তৃণমূল। আর এতেই দলের অন্দরে ক্ষোভ দেখা দেয়। এ বার সরাসরি টাকা নেওয়ার অভিযোগ উঠল তরুণের বিরুদ্ধে।

তবে গোটা বিষয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্বরা। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি প্রাক্তন সাধারণ সম্পাদক অসীম মিশ্র বলেন, “প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের মধ্যে ব্যাপক গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে। কারণ যে পদে আসতে পারবে সেই কামাবে। মানুষের সেবার কথা ওরা চিন্তা করে না। তাই রাস্তায় নেমে জনগণকে বিপাকে ফেলছে। এটা ওদের কালচারের মধ্যে পড়ে।” যদিও সমগ্র ঘটনা নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা