Municipality Elections 2022: ‘এটা ২৫… বিপ…, এটা ২৮… বিপ…’, একাই সব ভোট দিলেন এই যুবক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 27, 2022 | 6:56 PM

Municipality Elections 2022: প্রিসাইডিং অফিসার হাত জোড়া করে বসে রয়েছেন টেবিলে। তিনি কেবল বাকরুদ্ধ। গোটা ঘটনার সাক্ষী।

Follow Us

কলকাতা: পাশেই টেবিলে বসে প্রিসাইডিং অফিসার। ইভিএমের পাশে দাঁড়িয়ে নীল রঙের টি শার্ট পরিহিত এক যুবক। বুকে ব্যাচ লাগানো। বাঁ হাতটা পকেটে ঢোকানো, আর ডান হাত প্রস্তুত বোতাম টেপার জন্য। দৃশ্য এক, কালো শার্ট পরা এক ভোটার ইভিএমের কাছে এগিয়েছিলেন। স্বাভাবিকভাবেই নিজের ভোটটা দিতে চেয়েছিলেন। নীল টি শার্ট পরিহিত যুবক নিজেই বোতাম টিপে দিলেন তাঁর হয়ে। সঙ্গে বললেন, ‘হয়ে গেছে…’ ওপাশ থেকে কেউ একজন প্রশ্ন করলেন, ‘এটা কত?’ ওঁর উত্তর, ‘এটা ২৫…’ হয়ে গেল। এবার এগিয়ে এলেন সাদা শার্ট ও প্যান্ট পরা এক ব্যক্তি। তিনি এগিয়েছিলেন ইভিএম পর্যন্ত। তার আগেই সুইচ টিপে দিলেন নীল টি শার্ট পরা সেই ব্যক্তিই। বিপ.. শব্দ হওয়া মাত্র অপর প্রান্তের সেই অদৃশ্য ব্যক্তির গলা… ‘এটা ২৮…’

এবার দৃশ্য় তিন. হলুদ জামা পরিহিত আরেক ভোটার, তিনি তো এগোতেই পারলেন না। তার আগেই ভোট পরে গেল তাঁর। হাত নাড়িয়ে চলে যেতে বললেন নীল টি শার্ট পরা সেই ব্যক্তিই। আবার বিপ আওয়াজ… অদৃশ্য সেই ব্যক্তি বললেন, ‘এটা ৪৭…’ নীল টি শার্ট পরিহিত সেই ব্যক্তি আবার গোবিন্দ নামের এক জনকে বললেন, ‘আরে এখনে এত ভিড় করিস না। বাইরে লাইন মেইনটেইন করা।’ আর প্রিসাইডিং অফিসার হাত জোড়া করে বসে রয়েছেন টেবিলে। তিনি কেবল বাকরুদ্ধ। গোটা ঘটনার সাক্ষী। লেকভিউ স্কুলের ১০৮ নম্বর বুথের ভিডিয়ো কার্যত শিউরে ওঠার মতো। এটি ৩৩ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথ। সিপিএমের অভিযোগ, ভিডিয়ো নীল টি শার্ট পরিহিত ওই যুবক তৃণমূলী। তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পার অভিযোগ তুলেছে সিপিএম। যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘জয় নিশ্চিত’ ভোট পড়ার ৪ ঘণ্টার মধ্যেই মালা পরে এলাকায় ঘুরছেন নির্দল প্রার্থী

কলকাতা: পাশেই টেবিলে বসে প্রিসাইডিং অফিসার। ইভিএমের পাশে দাঁড়িয়ে নীল রঙের টি শার্ট পরিহিত এক যুবক। বুকে ব্যাচ লাগানো। বাঁ হাতটা পকেটে ঢোকানো, আর ডান হাত প্রস্তুত বোতাম টেপার জন্য। দৃশ্য এক, কালো শার্ট পরা এক ভোটার ইভিএমের কাছে এগিয়েছিলেন। স্বাভাবিকভাবেই নিজের ভোটটা দিতে চেয়েছিলেন। নীল টি শার্ট পরিহিত যুবক নিজেই বোতাম টিপে দিলেন তাঁর হয়ে। সঙ্গে বললেন, ‘হয়ে গেছে…’ ওপাশ থেকে কেউ একজন প্রশ্ন করলেন, ‘এটা কত?’ ওঁর উত্তর, ‘এটা ২৫…’ হয়ে গেল। এবার এগিয়ে এলেন সাদা শার্ট ও প্যান্ট পরা এক ব্যক্তি। তিনি এগিয়েছিলেন ইভিএম পর্যন্ত। তার আগেই সুইচ টিপে দিলেন নীল টি শার্ট পরা সেই ব্যক্তিই। বিপ.. শব্দ হওয়া মাত্র অপর প্রান্তের সেই অদৃশ্য ব্যক্তির গলা… ‘এটা ২৮…’

এবার দৃশ্য় তিন. হলুদ জামা পরিহিত আরেক ভোটার, তিনি তো এগোতেই পারলেন না। তার আগেই ভোট পরে গেল তাঁর। হাত নাড়িয়ে চলে যেতে বললেন নীল টি শার্ট পরা সেই ব্যক্তিই। আবার বিপ আওয়াজ… অদৃশ্য সেই ব্যক্তি বললেন, ‘এটা ৪৭…’ নীল টি শার্ট পরিহিত সেই ব্যক্তি আবার গোবিন্দ নামের এক জনকে বললেন, ‘আরে এখনে এত ভিড় করিস না। বাইরে লাইন মেইনটেইন করা।’ আর প্রিসাইডিং অফিসার হাত জোড়া করে বসে রয়েছেন টেবিলে। তিনি কেবল বাকরুদ্ধ। গোটা ঘটনার সাক্ষী। লেকভিউ স্কুলের ১০৮ নম্বর বুথের ভিডিয়ো কার্যত শিউরে ওঠার মতো। এটি ৩৩ নম্বর ওয়ার্ডের ১০৮ নম্বর বুথ। সিপিএমের অভিযোগ, ভিডিয়ো নীল টি শার্ট পরিহিত ওই যুবক তৃণমূলী। তৃণমূলের বিরুদ্ধে দেদার ছাপ্পার অভিযোগ তুলেছে সিপিএম। যদিও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘জয় নিশ্চিত’ ভোট পড়ার ৪ ঘণ্টার মধ্যেই মালা পরে এলাকায় ঘুরছেন নির্দল প্রার্থী

Next Video