AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Municipality Elections 2022: ভিডিয়ো: ‘চোখে ন্যাবা হয়েছে?’ সুকান্তর ভর্ৎসনা শুনে খচে লাল আইসি

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 27, 2022 | 4:02 PM

Share

Municipality Elections 2022: "এখানে যে বাইরের ওয়ার্ডের লোক এসে পড়ে রয়েছে। ২০০ মিটারের মধ্যে জটলা হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছেন না?"

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের ৪৬ নম্বর বুথ আনন্দবাগান প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি বিজেপি রাজ্য সভাপতির। নির্বাচনী আইন লঙ্ঘন করে একাধিক গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। খবর পেয়েই ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি অসীম গোপ-সহ বিশাল পুলিশ বাহিনী। আসেন নির্বাচনী আধিকারিক থেকে ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় বিজেপি রাজ্য সভাপতির।

সুকান্ত মজুমদার পুলিশকর্তাকেই প্রশ্ন করেন, “এখানে যে বাইরের ওয়ার্ডের লোক এসে পড়ে রয়েছে। ২০০ মিটারের মধ্যে জটলা হচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছেন না? আপনার আইসি কি দেখতে পান না নাকি? না চোখে ন্যাবা হয়েছে? এখানে প্রার্থীর সঙ্গে এতগুলো লোক বসে রয়েছে। এখনই একজন লম্বা করে লোক বসে ছিলেন। ২৫ নম্বর ওয়ার্ডে বাড়ি… কথাগুলো বলার সময়েই কর্তব্যরত আইসি পাল্টা সুকান্ত মজুমদারকে বলেন, ‘চোখে ন্যাবা হয়েছে মানে কী?’ সুকান্ত মজুমদার পাল্টা বলেন, ‘দেখতে পান না, তাই চোখে ন্যাবা।’ সুকান্ত মজুমদার আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী বলেন চোখে ন্যাবা হয়েছে, তাই বলছি। আপনি মুখ্যমন্ত্রীর শব্দকে আনপার্লামেন্টারি বলছেন? আপনার তো চাকরি চলে যাবে…’ তার পাল্টা কী বললেন পুলিশ কর্তা? দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘জয় নিশ্চিত’ ভোট পড়ার ৪ ঘণ্টার মধ্যেই মালা পরে এলাকায় ঘুরছেন নির্দল প্রার্থী

Published on: Feb 27, 2022 03:46 PM