Modi in Guwahati: গেরুয়া আবিরে উষ্ণ অভ্যর্থনা, মোদীতে মাতোয়ারা গুয়াহাটি; দেখুন ছবিতে ছবিতে
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী
Mar 07, 2023 | 9:07 PM
PM Narendra Modi in Guwahati: উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (৭ মার্চ) গুয়াহাটি সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে চোখের সামনে পেয়ে উচ্ছ্বাসে ভাসলেন গুয়াহাটির মানুষ।
1 / 9
উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্যের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (৭ মার্চ) গুয়াহাটি সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2 / 9
এদিন সকালে গুয়াহাটির গোপীনাথ বরদোলুই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অসমের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ভবেশ কলিতা।
3 / 9
অসমের রাজধানীতে মানুষের উষ্ণ অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোখের সামনে পেয়ে উচ্ছ্বাসে ভাসেন গুয়াহাটির মানুষ।
4 / 9
যে যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর গিয়েছে, সেই সকল রাস্তার দুই পাশে মানুষের ভিড় দেখা গিয়েছে।
5 / 9
এদিন ছিল দোল। রঙের উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর গাড়ির উদ্দেশে গেরুয়া আবির ছুড়ে দেন উৎসাহী জনতা।
6 / 9
কেউ ছোড়েন ফুল। কেউ কেউ অতি উৎসাহী হয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘনের মতো জায়গাতেও পৌঁছে গিয়েছিলেন। তবে এনএসজির কমান্ডোরা তাঁদের প্রতিহত করেন।
7 / 9
প্রধানমন্ত্রীকে শহরে স্বাগত জানান স্থানীয় শিল্পীরা লোক শিল্পীরাও। প্রধানমন্ত্রী মোদীর সম্মানে লোকনৃত্য পরিবেশন করেন তাঁরা।
8 / 9
মঙ্গলবার গুয়াহাটি থেকেই হেলিকপ্টারে উড়ে গিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসাবে কনরাড সাংমা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসাবে নেফিউ রিও-এর শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী।
9 / 9
বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।