চণ্ডীগঢ়: আগামী বছরই পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে একের পর ইস্যুতে চাপান উতর চলছে। এবার বর্তমানকে কটাক্ষ করলেন প্রাক্তন। সোমবার মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নিকে তীব্র কটাক্ষ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী চন্নি ‘রাত প্রহরী’ ছাড়া আর কিছুই নয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুর ডানা ছাঁটছে কংগ্রেস, প্রাথমিকভাবে এরকম মনে হলেও সিধু নির্বাচন কমিটির প্রধান করেছে দল। কংগ্রেস সোমবার আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিটি গঠনের ঘোষণা করেছে। চন্নি ছাড়াও, দলের সিনিয়র নেত্রী অম্বিকা সোনি, প্রাক্তন পঞ্জাব কংগ্রেস প্রধান এবং প্রচার কমিটির চেয়ারম্যান সুনীল জাখর, এবং ইস্তেহার কমিটির চেয়ারম্যান প্রতাপ সিং বাজওয়া, দলের অনেক লোকসভা এবং রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের মন্ত্রীরা কমিটির অংশ। সোমবার এই নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে চন্নিকে কটাক্ষ করেন ক্যাপ্টেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত ‘নজিরবিহীন’। কারণ এই সিদ্ধান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রদেশ সভাপতি আজ্ঞাবহ করা হয়েছে। তিনি বলেন, “যেসব নেতাদের আত্মসম্মান আছে তাদের এই ধরনের অপমান কখনই মেনে নেওয়া উচিৎ নয়।” চন্নির সঙ্গে দল যে ব্যবহার করছে, তাতে তিনি দুঃখিত বলেই জানিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর।
কংগ্রেসের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রদেশ সভাপতি সিধুর সঙ্গে অমরিন্দরের বিরোধ চরমে পৌঁছেছিল। শেষমেশ নাটকীয়ভাবে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ক্যাপ্টেন। ইতিমধ্যেই তিনি পঞ্জাব লোক কংগ্রেস নামে নয়া দল তৈরি করে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের কথা ঘোষণা করেছেন। এদিন চন্নির পাশাপাশি কংগ্রেস ও সিধুকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। ক্যাপ্টেন বলেন, “কেউ বাচ্চাদের মত ব্যবহার করে নানারকম বায়না করে ব্ল্যাকমেল করছে মানে এই নয় যে আপনারা আপনাদেরই মুখ্যমন্ত্রীকে অপমান করবেন, যিনি ভাল কাজ করছেন।”
উল্লেখ্য, সম্প্রতি পঞ্জাবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার জন্য অমরিন্দরকে আক্রমণ করেছিলেন চন্নি। তিনি বলেছিলেন, “অমরিন্দর সিং ড্রোন নিয়ে কথা বলতেন কারণ তিনি দীর্ঘদিন ধরেই বিজেপির কথায় কাজ করেন। নির্বাচনের আগে নিরাপত্তার প্রসঙ্গ তুলে বিজেপি ভয়ের পরিবেশ তৈরি করে ভোটে জিততে চাইছে। কিন্তু আমারা আমাদের পুলিশ প্রশাসনের ওপর সম্পূর্ণ আস্থাশীল। কোনও ড্রোন আসবে না। আমরাই আমাদের রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখব। কোনও কিছুতে পঞ্জাবে এই ইস্যু তুলে সফল হতে পারবে না বিজেপি। পঞ্জাবিদের থেকে বড় দেশপ্রেমী আর কেউ নেই। দরকার হলে আপনারা নামের তালিকা বের করে দেখতে পারেন। যাঁরা দেশের জন্য শহিদ হয়েছেন, তাদের ৭০ শতাংশই পঞ্জাবি।”