চণ্ডীগঢ়: যাবতীয় অপেক্ষার অবসান হবে আজই। রবিবারের বারবেলাতেই পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (CM Candidate) কে হতে চলেছেন, তার ঘোষণা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রথমে কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্তই নেওয়া হলেও, শেষ অবধি নভজ্যোত সিং সিধু(Navjot Singh Sidhu)-র ক্রমাগত চাপের মুখেই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। দলের তরফে আগেই জানানো হয়েছিল যে, রবিবার রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন। রাহুলের ঘোষণার আগেই এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট সিধুর। এদিন সকালেই তিনি টুইট করে লেখেন, “দলনেতা রাহুল গান্ধী যাই-ই সিদ্ধান্ত নিক না কেন, সকলে তা মেনে চলবে।”
পঞ্জাব বিধানসভা নির্বাচন নিয়ে এবার চরমে উত্তেজনা। একদিকে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই, তারই সঙ্গে পাল্লা দিয়ে চলছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বও। তবে এদিন সকালে সেই বিরোধের ইতি টানারই ইঙ্গিত দিলেন নভজ্যোত সিং সিধু। তিনি টুইট করে লেখেন, “বড় সিদ্ধান্ত ছাড়া ভাল কিছু হতে পারে না। আমাদের আশার আলো রাহুল গান্ধীজীকে স্বাগত জানাই, যিনি পঞ্জাবের পরিস্থিতিতে স্বচ্ছতা আনবেন। আমরা সকলেই তাঁর সিদ্ধান্ত মেনে নেব!”
Nothing great was ever achieved without an act of decision …. Warm welcome to our leading light Rahul Ji , who comes to give clarity to Punjab …. All will abide by his decision !!!
— Navjot Singh Sidhu (@sherryontopp) February 6, 2022
কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার সিদ্ধান্তের পিছনে রয়েছে সিধুরই হাত। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই পঞ্জাবের প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার জন্য। দলের তরফে প্রথমে এই দাবি নাকচ করে দেওয়া হলেও বিদ্রোহ শুরু করেন সিধু। প্রচারে গিয়ে, কখনও বা টুইট করে বারংবার দলের উপর চাপ সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার জন্য।
দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সিধু চাপ সৃষ্টি করলেও, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন চরণজিৎ সিং চন্নি, যিনি বর্তমানের মুখ্যমন্ত্রী। তবে সম্প্রতিই আর্থিক তছরুপের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো। এর জেরে কংগ্রেসের শীর্ষ মহলের পছন্দ বা সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসবে কিনা, তা এখনও জানা যায়নি। এদিকে, গ্রেফতারির পরই কোনও রাখঢাক না করেই চন্নিকে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু। তিনি দাবি করেন, দলের এমন একজনকে মুখ্যমন্ত্রী মুখ করা উচিত যাঁর ‘সৎ ও স্বচ্ছ’ ভাবমূর্তি রয়েছে।
আম আদমি পার্টির তরফে পঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণার জন্য় জনমত সংগ্রহ করা হয়েছিল। জনসাধারণের অনলাইন ভোটের ভিত্তিতেই ভগবন্ত সিং মানকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। কংগ্রেসও প্রায় একই পদ্ধতি অনুসরণ করেছে। পঞ্জাবের সাধারণ মানুষদের ফোন করে মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাকে পছন্দ, সে সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সমীক্ষায় সিধুর তুলনায় চরণজিৎ সিং চন্নিই মুখ্যমন্ত্রী হিসাবে সাধারণ মানুষের বেশি পছন্দ বলে জানা গিয়েছে।
দলিত শিখ নেতা হিসাবেই নির্বাচনের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল চরণজিৎ সিং চন্নিকে। তার আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন অমরিন্দর সিং। সিধুর সঙ্গে তাঁর বিরোধও সকলেরই জানা ছিল। তবে গত সেপ্টেম্বর মাসে সেই বিরোধ চরমে উঠলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। সেই সময়ই সিধু ভেবেছিলেন, এবার তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। কংগ্রেস ছাড়ার পর অমরিন্দর সিং সিধুকে ক্ষমতালোভী বলে তোপ দেগেছিলেন।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
চণ্ডীগঢ়: যাবতীয় অপেক্ষার অবসান হবে আজই। রবিবারের বারবেলাতেই পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (CM Candidate) কে হতে চলেছেন, তার ঘোষণা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। প্রথমে কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করার সিদ্ধান্তই নেওয়া হলেও, শেষ অবধি নভজ্যোত সিং সিধু(Navjot Singh Sidhu)-র ক্রমাগত চাপের মুখেই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। দলের তরফে আগেই জানানো হয়েছিল যে, রবিবার রাহুল গান্ধী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করবেন। রাহুলের ঘোষণার আগেই এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট সিধুর। এদিন সকালেই তিনি টুইট করে লেখেন, “দলনেতা রাহুল গান্ধী যাই-ই সিদ্ধান্ত নিক না কেন, সকলে তা মেনে চলবে।”
পঞ্জাব বিধানসভা নির্বাচন নিয়ে এবার চরমে উত্তেজনা। একদিকে বিজেপি বনাম কংগ্রেসের লড়াই, তারই সঙ্গে পাল্লা দিয়ে চলছে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বও। তবে এদিন সকালে সেই বিরোধের ইতি টানারই ইঙ্গিত দিলেন নভজ্যোত সিং সিধু। তিনি টুইট করে লেখেন, “বড় সিদ্ধান্ত ছাড়া ভাল কিছু হতে পারে না। আমাদের আশার আলো রাহুল গান্ধীজীকে স্বাগত জানাই, যিনি পঞ্জাবের পরিস্থিতিতে স্বচ্ছতা আনবেন। আমরা সকলেই তাঁর সিদ্ধান্ত মেনে নেব!”
Nothing great was ever achieved without an act of decision …. Warm welcome to our leading light Rahul Ji , who comes to give clarity to Punjab …. All will abide by his decision !!!
— Navjot Singh Sidhu (@sherryontopp) February 6, 2022
কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার সিদ্ধান্তের পিছনে রয়েছে সিধুরই হাত। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই পঞ্জাবের প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করার জন্য। দলের তরফে প্রথমে এই দাবি নাকচ করে দেওয়া হলেও বিদ্রোহ শুরু করেন সিধু। প্রচারে গিয়ে, কখনও বা টুইট করে বারংবার দলের উপর চাপ সৃষ্টি করেছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার জন্য।
দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সিধু চাপ সৃষ্টি করলেও, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন চরণজিৎ সিং চন্নি, যিনি বর্তমানের মুখ্যমন্ত্রী। তবে সম্প্রতিই আর্থিক তছরুপের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো। এর জেরে কংগ্রেসের শীর্ষ মহলের পছন্দ বা সিদ্ধান্তে কোনও পরিবর্তন আসবে কিনা, তা এখনও জানা যায়নি। এদিকে, গ্রেফতারির পরই কোনও রাখঢাক না করেই চন্নিকে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সিধু। তিনি দাবি করেন, দলের এমন একজনকে মুখ্যমন্ত্রী মুখ করা উচিত যাঁর ‘সৎ ও স্বচ্ছ’ ভাবমূর্তি রয়েছে।
আম আদমি পার্টির তরফে পঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী ঘোষণার জন্য় জনমত সংগ্রহ করা হয়েছিল। জনসাধারণের অনলাইন ভোটের ভিত্তিতেই ভগবন্ত সিং মানকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। কংগ্রেসও প্রায় একই পদ্ধতি অনুসরণ করেছে। পঞ্জাবের সাধারণ মানুষদের ফোন করে মুখ্যমন্ত্রী হিসাবে তাদের কাকে পছন্দ, সে সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সমীক্ষায় সিধুর তুলনায় চরণজিৎ সিং চন্নিই মুখ্যমন্ত্রী হিসাবে সাধারণ মানুষের বেশি পছন্দ বলে জানা গিয়েছে।
দলিত শিখ নেতা হিসাবেই নির্বাচনের কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল চরণজিৎ সিং চন্নিকে। তার আগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন অমরিন্দর সিং। সিধুর সঙ্গে তাঁর বিরোধও সকলেরই জানা ছিল। তবে গত সেপ্টেম্বর মাসে সেই বিরোধ চরমে উঠলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং। সেই সময়ই সিধু ভেবেছিলেন, এবার তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হবে। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি। কংগ্রেস ছাড়ার পর অমরিন্দর সিং সিধুকে ক্ষমতালোভী বলে তোপ দেগেছিলেন।
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা