Amit Shah: ‘কংগ্রেস নেতৃত্বের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া’, নমোর নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় রিপোর্ট তলব শাহের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 05, 2022 | 9:12 PM

PM Narendra Modi security lapse: কীভাবে এই ঘটনা ঘটল, কোথায় খামতি ছিল, তার দায় কার, সেই সব নির্ধারণ করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

Amit Shah: কংগ্রেস নেতৃত্বের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া, নমোর নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় রিপোর্ট তলব শাহের
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ছবি - টুইটার)

Follow Us

নয়া দিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নিরাপত্তা ব্যবস্থা বিভ্রাটের ঘটনার (Security Lapse) পঞ্জাবের কংগ্রেস শাসিত সরকারকে কার্যত তুলোধনা করছে বিজেপি শিবির। ঘটনার জন্য সরাসরি চরণজিৎ সিং চন্নির সরকারকে দায়ী করছেন বিজেপি নেতারা। বিজেপির তরফে এই নিরাপত্তায় গাফিলতিকে, ‘কংগ্রেসের খুনে চেষ্টা’ বলে আক্রমণ করা হয়েছে।

এদিকে ঘটনার জেরে ইতিমধ্যে পঞ্জাব সরকারের রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) জানিয়েছে, বুধবার পঞ্জাব সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করা হয়েছে। নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি বিবেচনা করে, স্বরাষ্ট্র মন্ত্রক পঞ্জাব সরকারের কাছে একটি বিশদ রিপোর্ট চেয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, কোথায় খামতি ছিল, তার দায় কার, সেই সব নির্ধারণ করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

এর পাশাপাশি অমিত শাহ টুইটারে লিখেছেন, “আজ পঞ্জাবে কংগ্রেস যা করেছে, তা একটি ট্রেলার, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কংগ্রেস কী ভাবছে এবং কীভাবে দলটি চলে। বার বার মানুষের দ্বারা প্রত্যাখ্যানের ফলে তারা এখন এই পথ বেছে নিয়েছে। কংগ্রেসে শীর্ষ নেতৃত্বের উচিত আজকের ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সময়সূচী এবং ভ্রমণ পরিকল্পনা পঞ্জাব সরকারকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছে মন্ত্রক।

যদিও এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাবে মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি জানিয়েছেন, “বিক্ষোভকারীরা যেখানে বসেছিলেন তার অনেক আগেই প্রধানমন্ত্রীর কনভয় থামিয়ে দেওয়া হয়। কোনও ধরনের বিক্ষোভ বা অবরোধ তুলতে কমপক্ষে ১০ থেকে ২০ মিনিট সময় লাগে। প্রধানমন্ত্রীকে এই কথা জানানো হয়েছিল, এবং তাঁকে অন্য রাস্তা দিয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।” এর পাশাপাশি চন্নি স্পষ্ট করে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে কোনও পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হবে না।

আরও পড়ুন : Molnupiravir: পেশি ও হাড়ের ক্ষতির সম্ভাবনা, মলনুপিরাভিরে সায় নেই কোভিড টাস্ক ফোর্সের

Next Article
Channi on PM security breach: ‘আফসোস হচ্ছে, তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল না’, সাফাই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
Famer leader on PM security: ‘পুলিশ জানিয়েছিল প্রধানমন্ত্রী আসছেন, আমরা ভেবেছিলাম মিথ্যা বলছেন’, কৃষক নেতার মন্তব্যে প্রশ্ন