রাজস্থান বিধানসভা নির্বাচনের ফলাফল
Image Credit source: TV9 Bangla
রাজস্থান: রাজস্থানে কি পালাবদলের ইঙ্গিত? প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেসকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গিয়েছে বিজেপি। রাজস্থানে সরকার গঠনের জন্য দরকার ১০০টি আসন। সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলে এসেছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। প্রতি মুহূর্তে উত্তেজনা। গত তিন দশক ধরে রাজস্থানে প্রতি পাঁচ বছর অন্তর কুর্সি বদল হয়ে আসছে। এবারও কি দিকেই এগচ্ছে জনমত? প্রাথমিক ট্রেন্ড থেকে অন্তত সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সর্বশেষ আপডেট উপরে –
- রাজস্থানে জয় অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এবার বিজেপি সরকার গড়তে পারবে বলে আনুষ্ঠানিকভাব ঘোষণা করল নির্বাচন কমিশন।
- বিজয়োল্লাস অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক জয়ের অপেক্ষা। মেজরিটি মার্ক ১০০। তার মধ্যে ৮৭টি আসনে ইতিমধ্যেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়ে গিয়েছেন। আরও ২৮টি আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা।
- বিজেপির জয় কার্যত নিশ্চিত বুঝে সাংবাদিক বৈঠকে বসেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে। রাজস্থানের এই সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেই দিচ্ছেন তিনি। বলছেন, “এটি প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের জয়। অমিত শাহর রণনীতির জয়। জে পি নাড্ডার সুকৌশলী নেতৃত্বের জয়।”
- রাজস্থানের ভোটে জয় কার্যত নিশ্চিত করে ফেলেছে বিজেপি। লেটেস্ট আপডেট, ১১০টি আসনে এগিয়ে বিজেপি। তার মধ্যে ১৮টি আসনে জয় এসে গিয়েছে। অন্যদিকে কংগ্রেস এগিয়ে ৭৩টি আসনে, তার মধ্যে ৮টি আসনে জয়ী ঘোষণা হয়ে গিয়েছে। যে ব্যবধান বিজেপি তৈরি করেছ নিয়েছে, তাতে কংগ্রেসের কামব্যাক আরও কঠিন হয়ে উঠছে।
- সর্বশেষ আপডেট অনুযায়ী ৮টি আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি। এগিয়ে রয়েছে আরও ১০৩টি আসনে। অন্যদিকে এখনও পর্যন্ত ২টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, এগিয়ে রয়েছে আরও ৬৭টি আসনে।
- রাজস্থানের ঝালরাপাটন থেকে ২১ রাউন্ড গণনা শেষে ৫১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে। এখনও পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৬৮২ ভোট পেয়েছেন তিনি।
- রাজস্থানের সর্দারপুরা থেকে ১৪ রাউন্ডের গণনা শেষএ ১৪ হাজার ২৩১ ভোটে এগিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এখনও পর্যন্ত ৬৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন তিনি।
- রাজস্থানে লেটেস্ট ট্রেন্ড, ১১৬ আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৭ আসনে। সংখ্যাগরিষ্ঠতার টার্গেট ছাপিয়ে গিয়ে ১১৬ আসনে লিড ধরে রেখেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজস্থানে বিজেপির দায়িত্বে থাকা নেতা প্রহ্লাদ যোশী বলছেন, “মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছেন। মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেস প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। আমি আশাবাদী, অন্তত ১২৪টি আসন জিতব আমরা।”
- বেলা বাড়তেই খেলা ঘুরছে রাজস্থানে। লিড বাড়িয়ে এগিয়ে যাচ্ছে বিজেপি। আর প্রাথমিক ট্রেন্ড প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাস বিজেপির কর্মী-সমর্থকদের অন্দরে। জয়পুরে রাস্তায় নেমে পড়েছেন বিজেপি সমর্থকরা। নমোর ছবি নিয়ে, বিজেপির উত্তরীয় গলায় নিয়ে শুরু হয়েছে সেলিব্রেশন।
- সর্বশেষ আপডেট অনুযায়ী, রাজস্থানে ১১৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি শিবির। কংগ্রেস এগিয়ে আছে ৬৭টি আসনে। অন্যান্যরা এগিয়ে আছে ১৬টি আসনে। রাজস্থানে ক্রমেই লিড বাড়িয়ে চলছে বিজেপি। তাহলে কি এবারও কুর্সিবদল হতে চলেছে?
- রাজস্থানের টঙ্ক বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেসের সচিন পাইলট। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে এগিয়ে রয়েছেন ঝালরাপাটন থেকে। রাজস্থানের সর্দারপুরা থেকে এগিয়ে রয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
- লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী, রাজস্থানে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে আছে ৮৩টি আসনে। অন্যান্যরা এগিয়ে আছে আটটি আসনে। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে। তবে সর্বশেষ ট্রেন্ডে কংগ্রেসকে পিছনে ফেলে লিড বাড়িয়ে নিচ্ছে বিজেপি।