জয়পুর: পালাবদলের সম্ভাবনা প্রবল। বিগত ২৫ বছরের রীতি ধরে রেখেই ফের পাশা উলটাতে চলেছে রাজস্থানে (Rajasthan)। কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (BJP)। এখনও গণনা চলছে, তবে জয় নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। এ দিন বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর (Rajyavardhan Rathore) বলেন, “আজকের এই লড়াই হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনের বিরুদ্ধে কংগ্রেসের অপশাসনের লড়াই। বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে জয়ী হবে।”
এ দিন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “উত্তেজনায় ভরপুর একটা দিন আজ। প্রধানমন্ত্রী মোদীর সুশাসন বনাম কংগ্রেসের অপশাসনের লড়াই হচ্ছে। আমরা আত্মবিশ্বাসী যে বিজেপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গড়বে। বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছে, তার মানে তাঁরা পরিবর্তন আনতে চান।”
বিজেপি ক্ষমতায় আসলে কে মুখ্যমন্ত্রী হবেন, এই প্রশ্নের উত্তরে রাজ্যবর্ধন রাঠোর বলেন, “দলের শীর্ষ নেতৃত্বই ঠিক করবে কে মুখ্যমন্ত্রী হবেন। ভোটের ফল প্রকাশের পরই শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নেবেন। সব খবর সঠিক সময়ে দেওয়া হবে। নির্বাচন হল দলগত লড়াই। তবে কাউকে তো নেতৃত্ব দিতেই হবে। দলের শীর্ষ নেতৃত্ব সেই সিদ্ধান্ত নেবে।”