নয়া দিল্লি: তিন রাজ্যে ফুটেছে পদ্ম, নতুন করে সরকার গড়ছে বিজেপি (BJP)। রাজস্থান (Rajasthan), মধ্য প্রদেশ (Madhya Pradesh) ও ছত্তীসগঢ়ে (Chhattisgarh) কারা মুখ্য়মন্ত্রী হবেন, তা নিয়ে ম্যারাথন বৈঠকে বসছে বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বাসভবনে ঘনঘন বসছে বৈঠক। এবার মুখ্য়মন্ত্রী বাছাইয়ে সাহায্য করতে তিন রাজ্যের জন্য নয়জন পর্যবেক্ষক নিয়োগ করা হল। পর্যবেক্ষকদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)।
বিজেপির তরফে জানানো হয়েছে, তিন রাজ্যের জন্য মোট নয়জন পর্যবেক্ষক নিয়োগ করা হল। রাজস্থানের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও রাজ্যসভার সাংসদ সরোজ পাণ্ডে। তাঁরা শীঘ্রই রাজস্থানে যাবেন।
অন্যদিকে, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, জাতীয় সভাপতি কে লক্ষ্ণণ ও জাতীয় সম্পাদ আশা লাখরাকে মধ্য প্রদেশের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে।
ছত্তীসগঢ়ের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে কৃষি ও আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও জাতীয় সাধারণ সম্পাদক দুশ্যন্ত কুমার গৌতমকে।
বৃহস্পতিবারই বিজেপির এক শীর্ষ নেতা জানান, তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য নির্বাচনের জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হবে। পর্যবেক্ষকদের নাম ঘোষণা করা হলেই তাঁরা সংশ্লিষ্ট রাজ্যে যাবেন এবং সদ্য নির্বাচিত বিধায়কদের সঙ্গে দেখা করবেন। বৈঠকের পরই রাজস্থান, মধ্য় প্রদেশ ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর নাম সুপারিশ করা হবে।
চলতি সপ্তাহেই শোনা গিয়েছিল, তিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নতুন মুখের কথাই ভাবনাচিন্তা করছে বিজেপি। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মুখ্য়মন্ত্রীদের বাছাই করা হবে।