Siliguri Municipal Election Result 2022: বামেদের হঠিয়ে প্রথমবার শিলিগুড়িতে ফুটল ‘ঘাসফুল’, দেখুন বিস্তারিত ফলাফল

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Feb 14, 2022 | 2:42 PM

Siliguri Election 2022 Ward wise winner List: নির্বাচনের আগে কার্যত জল্পনা শুরু হয়েছিল শিলিগুড়ির মেয়র কে হবে। সেই দৌড়ে ছিলেন সিপিএমের তরফে অশোক ভট্টাচার্য, বিজেপির তরফে শঙ্কর ঘোষ ও তৃণমূলের তরফে গৌতম দেব।

Siliguri Municipal Election Result 2022: বামেদের হঠিয়ে প্রথমবার শিলিগুড়িতে ফুটল ঘাসফুল, দেখুন বিস্তারিত ফলাফল
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

শিলিগুড়ি: বামেদের থেকে পুরবোর্ড দখল করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল তৃণমূল (TMC)। সেই লড়াই কার্যত সফল। শিলিগুড়ি পুরনিগমের ভোটে (Siliguri Municipal Elections 2022) পরাজিত অশোক ভট্টাচার্য। ৬ নম্বর ওয়ার্ডে ৫১০ ভোটে হার হয় বাম নেতার। ভোটের দিন চোখের জল ফেলেছিলেন তিনি। স্ত্রী বিয়োগের পর একা ভোট দিতে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বর্ষীয়ান নেতা। যদিও, তাঁর সেই চ্যালেঞ্জ গ্রহণ কার্যত কাজে এল না। অন্যদিকে, ৩৩ নম্বর ওয়ার্ডে শিলিগুড়িতে জয়লাভ করেছেন গৌতম দেব। নির্বাচনের আগে কার্যত জল্পনা শুরু হয়েছিল শিলিগুড়ির মেয়র কে হবে। সেই দৌড়ে ছিলেন সিপিএমের তরফে অশোক ভট্টাচার্য, বিজেপির তরফে শঙ্কর ঘোষ ও তৃণমূলের তরফে গৌতম দেব। তিনজনের মধ্যে গৌতম দেবই জয়ী। শঙ্কর ২৪ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীতা করে তৃতীয় হয়েছেন। ওই ওয়ার্ডে জয় পেয়েছে তৃণমূল।  অন্যদিকে, ৬ নম্বর ওয়ার্ডে জয়লাভ করতে পারেননি অশোক। অতএব, স্পষ্ট শিলিগুড়িতে আর অশোক মডেল ফিরছে না।

তবে শিলিগুড়ি বামেদের হাতছাড়া হওয়াতে বিঁধেছেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর কটাক্ষ, “বামেদের একমাত্র শিবরাত্রির সলতে অশোক ভট্টাচার্য রাজনৈতিক ভাবে নিভে গেলেন.. কলকাতার কচি লেনিনদের অষ্টম বামফ্রন্ট সরকার দেখার ইচ্ছে এ জন্মে আর পূরণ হওয়ার নয়..” শিলিগুড়ি নির্বাচনের ক্ষেত্রে কোনো বিরোধী দল কোনো অভিযোগ করেননি বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। শিলিগুড়ির ফলাফলকে দেবাংশুর ব্যাখ্যা , “নিষ্কলঙ্ক” শিলিগুড়ি পৌরসভার নির্বাচনে মানুষের রায়।”

শিলিগুড়ির ৪৭ টি ওয়ার্ডে ২০০ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা। মোট ৬ থেকে ৭ টি রাউন্ডে গণনা হবে শিলিগুড়িতে। ২০১৫ সালে শিলিগুড়ি পুরসভায় সর্বোচ্চ ২৩ টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল বাম শিবির। দ্বিতীয় স্থানে ছিল তৃণমূল, প্রাপ্তি ১৭ টি আসন। তৃতীয়তে বিজেপি। দেখুন শিলিগুড়ি পুরভোটের ফলাফল একনজরে….

ওয়ার্ড জয়ী দ্বিতীয় স্থান
ওয়ার্ড-১ তৃণমূল নির্দল
ওয়ার্ড-২ তৃণমূল বাম
ওয়ার্ড-৩ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৪ বিজেপি তৃণমূল
ওয়ার্ড-৫ তৃণমূল নির্দল
ওয়ার্ড-৬ তৃণমূল বাম
ওয়ার্ড-৭ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৮ বিজেপি তৃণমূল
ওয়ার্ড-৯ বিজেপি তৃণমূল
ওয়ার্ড-১০ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-১১ বিজেপি তৃণমূল
ওয়ার্ড-১২ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-১৩ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-১৪ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-১৫ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-১৬ কংগ্রেস তৃণমূল
ওয়ার্ড-১৭ তৃণমূল বাম
ওয়ার্ড-১৮ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-১৯ বাম তৃণমূল
ওয়ার্ড-২০ তৃণমূল বাম
ওয়ার্ড-২১ তৃণমূল কংগ্রেস
ওয়ার্ড-২২ বাম তৃণমূল
ওয়ার্ড-২৩ তৃণমূল বাম
ওয়ার্ড-২৪ তৃণমূল নির্দল
ওয়ার্ড-২৫ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-২৬ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-২৭ তৃণমূল বাম
ওয়ার্ড-২৮ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-২৯ বাম তৃণমূল
ওয়ার্ড-৩০ তৃণমূল বাম
ওয়ার্ড-৩১ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৩২ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৩৩ তৃণমূল নির্দল
ওয়ার্ড-৩৪ তৃণমূল বাম
ওয়ার্ড-৩৫ তৃণমূল বাম
ওয়ার্ড-৩৬ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৩৭ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৩৮ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৩৯ তৃণমূল নির্দল
ওয়ার্ড-৪০ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৪১ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৪২ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৪৩ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৪৪ তৃণমূল বিজেপি
ওয়ার্ড-৪৫ বাম তৃণমূল
ওয়ার্ড-৪৬ তৃণমূল বাম
ওয়ার্ড-৪৭ তৃণমূল বাম
Next Article