Soumen Mahapatra On BJP: ‘গীতার পাতায় পাতায় ২ হাজারের নোট, পৌঁছছে বাড়ি বাড়ি!’ এ কোন ‘স্কিম’?

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 22, 2022 | 9:51 AM

Soumen Mahapatra On BJP: "বাড়ি বাড়ি গিয়ে গীতা স্পর্শ করিয়ে হিন্দুত্বরক্ষায় বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে।"

Soumen Mahapatra On BJP: গীতার পাতায় পাতায় ২ হাজারের নোট, পৌঁছছে বাড়ি বাড়ি! এ কোন স্কিম?
বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

Follow Us

পূর্ব মেদিনীপুর: গীতার পাতায় পাতায় লুকিয়ে ২ হাজারের নোট, কোনও পাতার আড়ালে আবার ৫০০ টাকার ৪টি নোট! গীতা হাতে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন বিজেপি প্রার্থী। আর পাতা উল্টে সেই গীতা স্পর্শ করিয়ে হিন্দুত্ব রক্ষার আবেদন জানাচ্ছেন বিজেপি প্রার্থীরা। পুরভোটের আগে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। সোমবার তাম্রলিপ্ত পৌরসভার ১০ ও ১৫ নম্বার ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করেন মন্ত্রী। ১০ নম্বার ওয়ার্ডের প্রার্থী প্রার্থসারথী মাইতির প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বিজেপি এখন রামকে ছেড়ে দিয়েছে। গীতা নিয়ে প্রচারে যাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে গীতা স্পর্শ করিয়ে হিন্দুত্বরক্ষায় বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে।

এরপরই মন্ত্রীর ইঙ্গিতপূর্ণ সংযোজন, “আমাদের কিন্তু সন্দেহ অন্য জায়গায়। বিজেপি-র পার্টিফান্ড হচ্ছে ৫ হাজার কোটি টাকার। ওই বিরাট টাকার কিছু অংশ তাম্রলিপ্ত পৌরসভার ভোটেও খরচ হবে। তাই গীতার পাতায় ২ হাজার কিংবা ৫০০ টাকার ৪ টি নোট যাচ্ছে কিনা তা দেখে নেবেন।” গীতার পাতায় নোট সাপ্লাইয়ের প্রসঙ্গ তোলেন তিনি। এ ব্যাপারে দলের ভোটকৌশলীদের সতর্ক করেন তিনি।

পাশাপাশি স্থানীয় ভোটারদেরও সতর্ক করতে মন্ত্রী বলেন, “খুব সাবধান! বিজেপি-র কোনও প্ররোচনায় পা দেবেন না। টাকা দিয়ে এখানকার মানুষকে কেনা যাবে না। তাই ওদের গীতা প্রত্যাহার করুন। পুরসভার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূলের হাত শক্ত করুন।” সদ্য সমাপ্ত ৪ পুরসভার ভোট সহ রাজ্যে পর পর নির্বাচনে বিজেপি-র পরাজয় প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, “বাংলায় বিজেপি এখন অস্তিত্বের সঙ্কটে ভুগছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছেন ওঁদের নেতারা।” এ প্রসঙ্গে নাম না করেই বিরোধী দলনেতা শুভেন্দ অধিকারীকে একহাত নেন মন্ত্রী। তিনি বলেন, “উনি নিজেকে অবিসংবাদিত নেতা মনে করছেন। তিনি যেখানেই যাবেন ভাল করে ফুল ফুটিয়ে দেবেন! কিন্তু পদ্মবনে তাঁর পা পড়ার পর থেকেই পদ্ম শুকনো হতে শুরু করেছে। সবেতেই তাঁর আমিত্বের প্রকাশ। এটা-ওটা-সেটা, সব নাকি তিনি করেছেন। ওঁকে আমিত্ব রোগে পেয়েছে। আমিত্বে ভুগতে দিন। তাতে তৃপ্তি হয় হোক। সেই তৃপ্তি নিয়ে ওঁ থাকুন।”

তাম্রলিপ্ত পৌরসভার পাঁচটি ওয়ার্ডে বিজেপিকে জামানতজব্দ করার ডাক দিলেন মন্ত্রী। তাঁর কথায়, “তাম্রলিপ্ত পৌরসভাতেও বিজেপির জায়গা নেই। ২০ টি ওয়ার্ডেই জিতবে তৃণমূল।” যদিও এক্ষেত্রে বিজেপির তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: Suvendu Adhikari: গায়ে হাত তুলেছে পুলিশ! শুভেন্দু বললেন, ‘আমার একটাই অপরাধ…’

Next Article