KTR counters PM Modi: ‘আমাদের কি পাগলা কুকুর কামড়েছে…’, মোদীকে পাল্টা জবাব কেসিআর-পুত্রের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 03, 2023 | 9:58 PM

KTR counters PM Modi: তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এনডিএ জোটে যোগ দিতে চেয়েছিলেন বলে, মঙ্গলবার বিস্ফোরক দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর সেই দাবির তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি তথা কেসিআর-এর ছেলে কেটি রামা রাও।

KTR counters PM Modi: আমাদের কি পাগলা কুকুর কামড়েছে..., মোদীকে পাল্টা জবাব কেসিআর-পুত্রের
বাবার হয়ে মোদীকে জবাব কেসিআর-পুত্রের
Image Credit source: ANI and PTI

Follow Us

হায়দরাবাদ: “আমাদের কি পাগলা কুকুর কামড়েছে যে আমরা এনডিএ-তে যোগ দেব?” তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এনডিএ জোটে যোগ দিতে চেয়েছিলেন বলে, মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী বিস্ফোরক দাবি করার পর, তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি তথা কেসিআর-এর ছেলে কেটি রামা রাও। তিনি বলেছেন, বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার মতো ‘পাগল নয়’ ভারত রাষ্ট্র সমিতি। এদিন, তেলঙ্গানায় নিজামাবাদে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, ২০২০ সালে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের পর, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-তে যোগ দিতে চেয়েছিলেন কেসিআর। কিন্তু, তিনি ব্যক্তিগতভাবে কেসিআর-কে এনডিএ-তে ঢুকতে দেননি।

প্রধানমন্ত্রীর দাবি সর্বৈব মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন কেটিআর। বিজেপিকে ‘ভারতের সবচেয়ে বড় মিথ্যের কারখানা’ বলে কটাক্ষ করেছেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে ‘হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ’ বলে অভিহিত করেছেন কেসিআর পুত্র। প্রধানমন্ত্রীর একেবারে মিথ্যা, ভিত্তিহীন দাবি করেছেন বলে জানান তিনি। ইংরেজি এবং হিন্দি ভাষায় কেটিআর বলেছেন, “এই প্রধানমন্ত্রী অত্যন্ত অসংলগ্ন কথা বলেন। একদিকে, তিনি বলেছেন, কর্নাটকে কংগ্রেসকে তহবিল জোগান দিয়েছে বিআরএস। তারপরে আবার তিনি বলেছেন, তিনি আমাদের এনডিএ-তে প্রবেশ করতে দেননি। আমাদের কি কোনও পাগলা কুকুর কামড়েছে যে আমরা গিয়ে এনডিএ-তে যোগ দেব? অনেক দল আপনাদের জোট ছেড়ে যাচ্ছে। আজ শিবসেনা আপনাদের ছেড়ে গিয়েছে, জনতা দল (ইউনাইটেড) ছেড়ে গিয়েছে, তেলেগু দেশম পার্টি এবং শিরোমণি অকালি দলও তাই করেছে। কে আছে আপনাদের সঙ্গে? সিবিআই, ইডি এবং আইটি ছাড়া আপনাদের সঙ্গে কে আছে?”

প্রধানমন্ত্রী মোদীকে ‘বড় চিত্রনাট্য লেখক তথা গল্পকার’ এবং ‘তিনি অস্কার পুরস্কারও জিততে পারেন’ বলেও কটাক্ষ করেছেন কেটিআর। তিনি আরও জানিয়েছেন, তাঁর বাবা কখনই বিজেপির সঙ্গে হাত মেলাবে না। বিআরএস-এর কার্যকরী সভাপতি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আজ সরাসরি মিথ্যা কথা বলে তাঁর পদের মর্যাদা নষ্ট করেছেন। একজন প্রধানমন্ত্রী-স্তরের নেতার পক্ষে, এই ধরনের নির্লজ্জ অসততার রাস্তা নেওয়া সম্পূর্ণ অসম্মানজনক এবং নিন্দনীয়। কেসিআর একজন যোদ্ধা। তিনি কখনও বিজেপি এবং তাদের নেতাদের সঙ্গে কাজ করবেন না। আমরা দিল্লির ভৃত্য নই। আমরা তেলঙ্গনার দুইবারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার।” দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীর আক্রমণের প্রসঙ্গে কেটি রামা রাও বলেছেন, “কিছু নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তারা পরে বিজেপিতে যোগ দিয়েছেন। আমি জানতে চাই তাদের সেই মামলাগুলির কী হল?”

Next Article