NDA-তে যোগ দিতে চেয়েছিলেন কেসিআর! ‘গোপন কথা’ ফাঁস করলেন মোদী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Oct 03, 2023 | 6:52 PM

KCR wanted to join in NDA: অতীতে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সক্ষতা থাকলেও, গত কয়েক বছরে তাঁকে বারবারই মোদী সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে কেসিআর-কে। মাঝে কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলির জোট গড়ার উদ্যোগও নিয়েছিলেন। সেই তিনিই, এনডিএ-তে যোগ দিতে চেয়েছিলেন বলে বিস্ফোরক দাবি করলেন প্রধানমন্ত্রী।

NDA-তে যোগ দিতে চেয়েছিলেন কেসিআর! গোপন কথা ফাঁস করলেন মোদী
কেসিআর-এর সম্পর্কে বিস্ফোরক দাবি প্রধানমন্ত্রীর
Image Credit source: PTI

Follow Us

হায়দারাবাদ: বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিতে চেয়েছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কিন্তু, তাঁকে জোটে নেয়নি বিজেপি। তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল। মঙ্গলবার (৩ অক্টোবর), ভোটমুখী তেলঙ্গানার বলা যেতে পারে বোমা ফাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ভারতের রাজনৈতিক দলগুলি মূলত দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছে। এনডিএ জোটকে চ্যালেঞ্জ জানিয়েছে, বিজেপি বিরোধী দলগুলির ইন্ডিয়া জোট। যে হাতে গোনা দলগুলি কোনও শিবিরেই নেই, তার অন্যতম কেসিআর-এর ভারত রাষ্ট্র সমিতি। অতীতে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সখ্যতা থাকলেও, গত কয়েক বছরে তাঁকে বারবারই মোদী সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে কংগ্রেসকে বাদ দিয়ে আঞ্চলিক দলগুলির জোট গড়ার উদ্যোগও নিয়েছিলেন। সেই তিনিই, এনডিএ-তে যোগ দিতে চেয়েছিলেন বলে বিস্ফোরক দাবি করলেন প্রধানমন্ত্রী।

এদিন নিজামাবাদে এক নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী মোদী। কেসিআর-এর সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। কেসিআর-এর বিরুদ্ধে দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ করেন। এর পাশাপাশি নাটকীয়ভাবে তিনি জানান, এনডিএ-তে যোগ দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করেছিল ভারত রাষ্ট্র সমিতি । কিন্তু, প্রতিবারই কেসিআর-এর প্রস্তাব ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করেছিলেন প্রধানমন্ত্রী। কারণ তেলঙ্গানার মানুষকে তাঁরা ঠকাতে চাননি। এতে কেসিআর অত্যন্ত রেগে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের একটা গোপন কথা বলি। ১০০ শতাংশ সত্যি কথা। এনডিএতে যোগ দিতে চেয়েছিলেন কেসিআর। কিন্তু আমি তাঁকে ঢুকতে দিইনি। আমি বলেছিলাম, আমরা তেলঙ্গানার মানুষকে ঠকাতে পারত না। এর পর তিনি (কেসিআর) রেগে গিয়েছিলেন।”

কোন সময় এনডিএ-র দরজায় কড়া নেড়েছিলেন কেসিআর? প্রধানমন্ত্রী দাবি করেছেন ২০২০ সালে হায়দরাবাদ পৌরসভা নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপি ৪৮টি আসন জিতেছিল। বিজেপির সমর্থন নিয়ে বোর্ড গঠন করতে চেয়েছিলেন কেসিআর। মোদী বলেন, “কেসিআর আমায় ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন। আমাকে একটি শাল দিয়েছিলেন। এটা কেসিআরের চরিত্রের সঙ্গে মেলে না। তারপর, তিনি এনডিএ-তে ঢোকার জন্য অনুরোধ করেছিলেন। আমি প্রত্যাখ্যান করেছিলাম। তাঁকে বলেছিলাম, আমরা তেলঙ্গানার জনগণের সঙ্গে প্রতারণা করব না।”

তখনকার মতো রেগে গেলেও, পরে কেসিআর ফের এনডিএ-তে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে ফিরে এসেছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী বলেন, “তিনি ফের আমার কাছে ফিরে এসেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, তিনি রাজ্যে অনেক কাজ করেছেন। এখন কেটিআর-কে সমস্ত দায়িত্ব দিতে চান। তিনি বলেছিলেন, আমি কেটিআরকে পাঠাব, আপনি তাঁকে আশীর্বাদ করবেন। আমি তাঁর তীব্র বিরোধিতা করেছিলাম। আমি তাঁকে বলেছিলাম, কেসিআর, এটা গণতান্ত্রিক দেশ। কেটিআরকে সব দায়িত্ব দেওয়ার আপনি কে? আপনি কি রাজা? এরপর তিনি আর আমার সামনে আসেননি। তিনি আমার মুখোমুখি হতে পারেন না। কোনও দুর্নীতিবাজ আমার পাশে জায়গা পাবে না।”

প্রধানমন্ত্রীর এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে, এখনও পর্যন্ত কেসিআর বা ভারত রাষ্ট্র সমিতির কোনও নেতা মুখ খোলেননি।

Next Article