AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Titagarh Bombing: ঘরের ভিতরে বসেছিলেন, বাইরে থেকে উড়ে এসে পড়েছিল বালির মতো একটা জিনিস! ফুটো হয়ে গেল যুবকের পা

Titagarh Bombing: অভিযোগ, আচমকাই কয়েক জন যুবক বাইকে এসে বোমা ছোড়ে। কার্যালয়ের ভিতরেই বসে ছিলেন আকাশ। বোমার স্প্লিন্টার এসে তাঁর গায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

Titagarh Bombing: ঘরের ভিতরে বসেছিলেন, বাইরে থেকে উড়ে এসে পড়েছিল বালির মতো একটা জিনিস! ফুটো হয়ে গেল যুবকের পা
টিটাগড়ে বোমাবাজি (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Feb 26, 2022 | 1:02 PM
Share

বারাকপুর: ঘরে বসেছিলেন চার পাঁচ জন। নির্বাচনের প্রাক লগ্নে আলোচনা করছিলেন প্রচারপর্ব নিয়েই। আচমকাই একটা বিকট শব্দ আর তার কার্যকারণ হিসাবে পায়ে পড়েছিল পেটোর টুকরো! কিছু বুঝে ওঠার আগেই পায়ের পাতা ফুটো হয়ে গেল যুবকের।  পুরভোটের আগে ফের উত্তপ্ত টিটাগড়। তৃণমূলের নির্বাচনী কার্যালয়েই বোমাবাজির অভিযোগ। আহত এক তৃণমূল কর্মী। ঘটনাকে ঘিরে উত্তপ্ত টিটাগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড। আহত হয়েছেন আকাশ প্রসাদ নামে এক তৃণমূল কর্মী। ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই তত্ত্ব উঠে আসছে। যদিও তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা বোমাবাজি করেছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তৃণমূল কর্মী সমর্থকরা নির্বাচনী কার্যালয়ে বসে ছিলেন। নির্বাচনেরই প্রস্তুতি নিয়ে তাঁরা আলোচনা করছিলেন। অভিযোগ, আচমকাই কয়েক জন যুবক বাইকে এসে বোমা ছোড়ে। কার্যালয়ের ভিতরেই বসে ছিলেন আকাশ। বোমার স্প্লিন্টার এসে তাঁর গায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।

অনান্য তৃণমূল কর্মী সমর্থকরা ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান। দুষ্কৃতীরা চলে গেলে তাঁরা আহত যুবককে উদ্ধার করে স্থানীয় বি এন বসু হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা চলছে আকাশের। আকাশের পায়ের পাতায় গভীর ক্ষত তৈরি হয়েছে। যে নির্বাচনী কার্যালয়ে হামলাটি হয়েছিল, সেটি টিটাগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে কুমার সিং পথ এলাকায়। ঘটনার প্রতিবাদে সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এলাকায় বোমাবাজির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তবে ভোট নির্বিঘ্নে হবে বলেই আশ্বস্ত করে পুলিশ। ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিকাশ সাউ অভিযোগ করেন, শুক্রবার রাতে চার জন যুবক গিয়ে তাঁর নির্বাচনী কার্যালয়ে বোমাবাজি করে। ঘটনার তাঁর এক অনুগামী আহত হন। এর জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। বিকাশের অভিযোগ, শান্ত এলাকায় অশান্তি ছড়ানোর জন্য বিজেপি এসব করছে। বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

আরও পড়ুন: Municipality Electহions 2022: মাংস খুবলে বেরিয়ে গিয়েছে হাড়, যুবক পলিথিন ব্যাগ থেকে হাত বার করতেই আঁতকে উঠলেন দুঁদে পুলিশ কর্তারা