Election Commission of India: নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে টুইটারে ভোট চাওয়াও বিধি বিরুদ্ধ! বিজেপি-কংগ্রেস-সিপিএমকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 17, 2023 | 11:56 AM

Tripura Assembly Election 2023: বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচন চলাকালীন টুইটারে ভোট প্রার্থনার জন্য বিজেপিকে দুটি নোটিস এবং কংগ্রেস ও সিপিএমকে একটি করে নির্বাচনী বিধিভঙ্গের নোটিস পাঠানো হয়েছে।

Election Commission of India: নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে টুইটারে ভোট চাওয়াও বিধি বিরুদ্ধ! বিজেপি-কংগ্রেস-সিপিএমকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন
অলঙ্করণ: অভীক দেবনাথ।

Follow Us

নয়া দিল্লি: ভোট আবহেই তিন রাজনৈতিক দলকে নোটিস পাঠাল জাতীয় নির্বাচন কমিশন(Election Commission of India)। বিজেপি(BJP), কংগ্রেস (Congress) ও সিপিএম(CPM), তিন রাজনৈতিক দলকেই নির্বাচনী বিধিভঙ্গের জন্য নোটিস পাঠাল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ছিল। সেই নির্বাচনেই ভোট চেয়ে টুইট করেন এই তিন রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগের সন্ধ্যায় বা নির্বাচনের দিন টুইটারে ভোট চাওয়া আদর্শ আচরণবিধি (Code of Conduct) বিরুদ্ধ।

বৃহস্পতিবারই নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, আদর্শ আচরণবিধি লাঘু হওয়ার পর টুইটারে নির্বাচনী প্রচার করা বা ভোট প্রার্থনা করাও নির্বাচনী বিধি লঙ্ঘন করার সমান। যদি নির্বাচন বিধি ভঙ্গ করা হয়, তার জন্য শাস্তির মুখেও পড়তে হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ২৭ ফেব্রুয়ারি নাগাল্যান্ড ও মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে। এরপরে বছরের মাঝামাঝি সময় থেকে শেষ অবধি কর্নাটক, ছত্তীসগঢ়, রাজস্থানেও বিধানসভা নির্বাচন রয়েছে। পাশাপাশি ২০২৪ সালে লোকসভা নির্বাচনও রয়েছে। পরপর নির্বাচনগুলির কথা মাথায় রেখেই নির্বাচনীবিধিগুলিকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে সাফ জানানো হয়েছে, নির্বাচনের আগের ৪৮ ঘণ্টা, যাকে ‘সাইলেন্ট পিরিয়ড’ বলা হয়, এই সময়ে সরাসরি প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় প্রচারও নির্বাচনের বিধির বিরুদ্ধে।

বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচন চলাকালীন টুইটারে ভোট প্রার্থনার জন্য বিজেপিকে দুটি নোটিস এবং কংগ্রেস ও সিপিএমকে একটি করে নির্বাচনী বিধিভঙ্গের নোটিস পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী বিধিভঙ্গ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা এবং দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ করার কথা বলা হয়েছে। আজ, শুক্রবার বিকেল ৫টার মধ্যে রাজনৈতিক দলগুলিকে নির্বাচন কমিশনের নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম নির্বাচন কমিশনের তরফে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলগুলির শেষ মুহূর্তের প্রচারের কারণে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নোটিস পাঠানো হল। সম্প্রতিই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও সোশ্যাল মিডিয়ায় নির্বাচন সংক্রান্ত ভুয়ো ও উদ্দেশ্যমূলক প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সূত্রের খবর, শীঘ্রই সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রচার নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে।

Next Article