প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উপরেই আজ নজর গোটা দেশের, কারণ বৃহস্পতিবারই প্রকাশ পেতে চলেছে টিলার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল। ২৫ বছরের বাম শাসনে ইতি টেনে বিগত ৫ বছর ধরে ত্রিপুরার ক্ষমতায় রয়েছে বিজেপি-আইপিএফটি জোট। ৬০ আসনের বিধানসভা নির্বাচনে এবারের লড়াই ছিল ত্রিমুখী। একদিকে, বিজেপি-আইপিএফটি জোট, অন্যদিকে বাম-কংগ্রেস জোট ও তিপ্রা মোথা। নির্বাচনে লড়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও। বৃহস্পতিবার সকাল ৮টা থেকেই শুরু হবে ভোট গণনা। নির্বাচনের ফলেই ২৫৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ৬০ আসনের বিধানসভা নির্বাচনে ৫৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিজেপি, তাদের শরিক আইপিএফটি প্রার্থী দিয়েছে ৬টি আসনে। ১টি আসনে দুই জোট শরিকের মধ্যে লড়াই হয়েছে। সিপিআইএম লড়ছে ৪৭টি আসনে, কংগ্রেস ১৩টিতে। অন্যদিকে, রাজবংশোদ্ভূত প্রদ্যোত মাণিক্য দেববর্মার তিপ্রা মোথা পার্টি প্রতিদ্বন্দ্বিতা করেছে ৪২টি বিধানসভা কেন্দ্রে। ২৮টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর নির্দল প্রার্থী আছেন ৫৮ জন।