AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi in Uttarakhand: পুরনো ময়দান ফিরে পেতে মরিয়া কংগ্রেস, আজ দেবভূমিতে কর্মীদের ‘মনোবল’ জোগাবেন রাহুল

Uttarakhand Assembly Election 2022: বুধবারই প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা উত্তরাখণ্ডের দেহরাদুনে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। ওই ইস্তেহারে কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, তারা ক্ষমতায় এলে রাজ্যের পুলিশ বিভাগে মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে।

Rahul Gandhi in Uttarakhand: পুরনো ময়দান ফিরে পেতে মরিয়া কংগ্রেস, আজ দেবভূমিতে কর্মীদের 'মনোবল' জোগাবেন রাহুল
কী জানতে চাইলেন রাহুল? ফাইল চিত্র
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 1:16 PM
Share

নয়া দিল্লি: একসময়ে কংগ্রেসের (Congress) হাতের মুঠোয় ছিল উত্তরাখণ্ড (Uttarakhand)। কিন্তু সরকারের উপর আস্থা হারিয়েই ২০১৭ সালে বিজেপিকে ক্ষমতায় আনেন সাধারণ মানুষ। রাজ্যবাসীর সেই পুরনো আস্থা ফিরে পেতেই এবার প্রচারের ময়দানে নামছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল বাড়াতেই তিনি শনিবার উত্তরাখণ্ডে যাচ্ছেন, এমনটাই জানানো হয়েছে দলীয় সূত্রে। এদিনের প্রচারে প্রার্থী তালিকা বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কোনও বিশেষ চমক রাখতে পারেন রাহুল, এমনটাও জল্পনা শোনা যাচ্ছে।

শুক্রবারই উত্তরাখণ্ডে কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা দেবেন্দর যাদব জানান, শনিবার দেবভূমিতে একাধিক জায়গায় প্রচার সারবেন রাহুল গান্ধী। হরিদ্বার ও হালদ্বোয়ানিতে তিনি ভার্চুয়াল প্রচার করবেন। একইসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশেও তিনি বিশেষ বার্তা দেবেন, যা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের মধ্যে মনোবল বাড়াবে। ইতিমধ্য়েই সচিন পাইলট সহ একাধিক নেতা রাজ্যে প্রচার সেরে গিয়েছেন। কয়েকদিনের মধ্যেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিও প্রচারে যাবেন।

কংগ্রেসের ইস্তেহার:

উল্লেখ্য, বুধবারই প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা উত্তরাখণ্ডের দেহরাদুনে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। ওই ইস্তেহারে কংগ্রেসের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, তারা ক্ষমতায় এলে রাজ্যের পুলিশ বিভাগে মহিলাদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করা হবে। এছাড়া রাজ্যে ৪ লক্ষ কর্মসংস্থান ও ট্যুরিজম পুলিশ ফোর্সের গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

‘উত্তরাখণ্ড স্বাভিমান প্রতিজ্ঞা পত্র’ নামক ওই ইস্তেহারে কর্মক্ষেত্রে মহিলাদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথাও বলা হয়েছে। সাধারণ মানুষের কাঁধ থেকে গ্যাসের অতিরিক্ত দামের বোঝা কমাতে সরকারের তরফে ৫০০ টাকা করে দেওয়া হবে বলেই দাবি করেছে কংগ্রেস।

বিজেপি সরকারকে আক্রমণ করে সেদিন প্রিয়ঙ্কা গান্ধী বলেছিলেন, “বিগত পাঁচ বছর ধরে বিজেপি সরকার কিছুই করেনি। আমি আপনাদের অনুরোধ করছি যে এই নির্বাচনকে ও আপনাদের মূল্যবান ভোটকে যথাযথ গুরুত্ব দিন, কারণ পরিবর্তন আনার সবথেকে বড় হাতিয়ার এই ভোটই।”

বিজেপির পাল্টা আক্রমণ:

এদিকে, কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পরই আক্রমণ করেছে বিজেপি। উত্তরাখণ্ডের বিজেপি সভাপতি মদন কৌশিক দাবি করেন, কংগ্রেসের এই ইস্তেহার মিথ্যার ঝুড়ি ছাড়া কিছুই নয়। কাগজে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রার্থী তালিকা প্রকাশের সময় ঠিক উল্টো কাজটাই করেছে টিকিট দেওয়ার সময়। প্রার্থী তালিকায় মহিলাদের জন্য ৪০ শতাংশ সংরক্ষণের কথা বললেও, পরে কংগ্রেস নিজে থেকেই বেশ কিছু মহিলা প্রার্থীর নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। প্রিয়ঙ্কা গান্ধীর প্রথমে এই মিথ্যাচারের জবাব দেওয়া উচিত বলে তিনি দাবি করেন।

সম্প্রতিই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে এলপিজি সিলিন্ডারের দাম ৫০০-র গণ্ডি পার করবে না। এই প্রতিশ্রুতিকেও কটাক্ষ করে বিজেপি নেতা বলেন, “ওনার নিজের রাজ্যে কেন রান্নার গ্যাস হাজার টাকায় বিক্রি হচ্ছে, তার জবাব দেওয়া উচিত আগে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা