Bangla News
Elections 2022
Uttarakhand (UK) Assembly Election 2022 Live
Prahlad Joshi: দলকে জেতাতে নির্দিষ্ট রণকৌশল তৈরির করার বিষয়ে সিদ্ধহস্ত কেন্দ্রীয় মন্ত্রী। উত্তরাখণ্ডেও তাঁর তৈরি করা রণকৌশল সঠিকভাবে কাজ করেছে।
Assembly Election Result 2022: উত্তর প্রদেশের বিদায়ি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে চওড়া হাসি। ফের একবার উত্তর প্রদেশের তখতে বসার পথে তিনি। কার্যত একতরফা জয়। বাকি রাজ্যগুলির বিদায়ী মুখ্যমন্ত্রীদের মার্কশিট কেমন?
5 State Assembly Election Results 2022 LIVE Counting and Updates: আজ পাঁচ রাজ্যের সমস্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ভাগ্য পরীক্ষা হবে, একইসঙ্গে আগামী পাঁচ বছর রাজ্যের শাসনভার কার হাতে থাকবে, তাও স্থির হয়ে যাবে এই ফলাফলের মাধ্যমেই।
Assembly Election Results 2022 Tomorrow: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Elections 2022) সমাপ্ত হয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে ১০ মার্চ।
Punjab and Uttarakhand Exit Poll 2022 : টিভি৯ পোলস্ট্র্যাটের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেবভূমে হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেসের-বিজেপির। পঞ্জাবে সরকার গঠন করতে পারে আম আদমি পার্টি।
Assembly Elections Exit Poll Results 2022 : সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ফলাফল প্রকাশের আগে পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ টিভি৯ নেটওয়ার্কের।
Assembly Election 2022: গোয়া ও উত্তরাখণ্ডে এক দফাতেই যথাক্রমে ৪০ ও ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। অন্যদিকে, উত্তর প্রদেশে দ্বিতীয় দফায় মোট ৯টি জেলায় ৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
Assembly Election 2022: নরেন্দ্র মোদী বলেন, "আমরা উত্তর প্রদেশে দারুণ সাড়া পাচ্ছি। এটা খুব ভাল। ২০১৪ সালে আমরা যেমন গেরুয়া ঝড় দেখেছিলাম, সেই রকমই ঢেউ দেখতে পাচ্ছি গোয়া, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে।
Assembly Polls 2022 Voting Live Updates: একদিকে যেমন উত্তর প্রদেশে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে, তেমনই গোয়া ও উত্তরাখণ্ডেও এক দফাতেই ভোটপর্ব মিটিয়ে ফেলা হবে। সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে।