সপ্তম বেতন কমিশন থেকে সরকারি চাকরিতে সংরক্ষণ, ভোট বাংলায় শাহি প্রতিশ্রুতি

'ডবল ইঞ্জিন' সরকার হলে বাংলার মানুষের জন্য যে প্রচুর চমক অপেক্ষা করছে, এদিন শাহি-ভাষণে বারবার ফুটে উঠল সে কথাই।

সপ্তম বেতন কমিশন থেকে সরকারি চাকরিতে সংরক্ষণ, ভোট বাংলায় শাহি প্রতিশ্রুতি
নামখানায় অমিত শাহ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 18, 2021 | 5:26 PM

নামখানা: বাংলায় নির্বাচন যত এগোচ্ছে, রাজনৈতিক আক্রমণের পরিচিত গণ্ডি পেরিয়ে ‘প্রশাসক বিজেপি’র কণ্ঠস্বর যেন ততই বেশি করে কানে আসছে। হলদিয়ায় কৃষকদের প্রাপ্য সংক্রান্ত প্রধানমন্ত্রীর ঘোষণার পর এদিন এক গুচ্ছ প্রতিশ্রুতি শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রী শাহের গলায়। পরিবর্তযাত্রায় শামিল হয়েই বৃহস্পতিবার নামখানায় শাহ জানিয়ে দেন, বাংলার মসনদে বিজেপি বসলেই রাজ্যে চালু হবে সপ্তম বেতন কমিশন। একইসঙ্গে সরকারি চাকরির ক্ষেত্রে থাকবে সংরক্ষণ।

আদিগঙ্গায় শিক্ষামিত্রদের প্রতিবাদের ছবিটা তুলে ধরে শাহ বলেন, বাংলায় শুধু সরকার গড়াটাই তাঁদের লক্ষ্য নয়। বিজেপি চায়, এ রাজ্য থেকে সিন্ডিকেট রাজকে মুছে ফেলতে। সব স্তরের মানুষ যাতে উন্নয়নের সুবিধা পান সেদিকে নজর দিতেই সপ্তম বেতন কমিশন চালু করবে তারা। অন্যদিকে মৎস্যজীবীরা পাবেন কৃষক নিধির সুবিধা। মৎস্যজীবীদের উন্নয়নের হাত ধরেই আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে যুক্ত হবে গঙ্গাসাগর মেলার নাম, আশ্বাস শাহর।

নামখানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এদিন একের পর এক তোপ দাগেন অমিত শাহ। এ রাজ্যে তৃণমূল সিন্ডিকেট ছাড়া আর কিছুই চালায়নি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, “বাংলায় শুধু সরকার গঠন আমাদের লক্ষ্য নয়। সিন্ডিকেটরাজ শেষ করতে হবে। আমাদের লড়াই তৃণমূলের সিন্ডিকেটের বিরুদ্ধে। আমাদের লক্ষ্য গরীবদের জীবনে উন্নতি আনা। সোনার বাংলা গড়তে পরিবর্তন চাই।” তিনি বলেন, এ রাজ্যে কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান না। ক্ষমতায় এলে সে সুবিধা দেবে বিজেপি।

গত মঙ্গলবারই বেতনের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে আদিগঙ্গায় নেমে প্রতিবাদ জানান কয়েকজন শিক্ষামিত্র। এক বুক জলে নেমে এমন বেনজির প্রতিবাদের ছবি পৌঁছয় দিল্লি পর্যন্ত। তাই এদিন সাগরপাড়ে দাঁড়িয়ে সে প্রসঙ্গ উঠে আসে শাহি-বক্তৃতায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কোমর জলে নেমে আমাদের শিক্ষক ভাই বোনেরা বেতনের জন্য লড়ছেন। আমি বাংলার সব শিক্ষকদের বলছি, বিজেপি ক্ষমতায় এলেই আপনাদের উচিৎ মানদণ্ডের জন্য কমিটি গড়বে সরকার। এতজন মা-বোন বসে আছেন এখানে। সরকারি চাকরিতে ৩৩ শতাংশের বেশি সংরক্ষণ ভারতীয় জনতা পার্টি করবে।” ‘ডবল ইঞ্জিন’ সরকার হলে বাংলার মানুষের প্রাপ্তির ঝুলি উপচে পড়বে, এদিন তেমন প্রতিশ্রুতিই শুনিয়ে গেলেন অমিত শাহ।