Balagarh Assembly Election Result 2021 Live Update in Bengali: বলাগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

Balagarh Assembly Election Result 2021 Live Update in Bengali: বলাগড়ের জমি কার? বাম-রাম- না ঘাসফুলের?

Balagarh Assembly Election Result 2021 Live Update in Bengali: বলাগড় বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

May 02, 2021 | 4:08 PM

পশ্চিমবঙ্গের নির্বাচন ইতিহাসে প্রথমবার কোনও ভোট আট দফায় হল। ভোটে জিততে সর্বশক্তি দিয়ে ছাপিয়েছিল তৃণমূল-বিজেপি সহ সংযুক্ত মোর্চা। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সুভাষ হালদারকে নির্বাচনী ময়দানে নামানো হয়েছে। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে সিপিআইএম প্রার্থী মহামায়া মণ্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে। মোট ৪ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন এই বলাগড়ে। প্রসঙ্গত, ২৯৪ টি আসনের মধ্যে সরকার গড়ার জন্য যে কোন দলকে ১৪৮ আসনের ম্যাজিক ফিগার পেরোতে হবে।

এক নজরে দেখে নেওয়া যাক বলাগড়ের আপডেট:

বলাগড়ে তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী ৭৫৩৮ ভোটে জয়ী হলেন।

২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফল

পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত বলাগড় আসনে ২০১১ সাল থেকে তৃণমূল জয়ী হয়ে আসছে। ২০১৬ সালে এই কেন্দ্র থেকে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন শাসকদলের অসীম কুমার মাঝি। সিপিআইএমের পাঁচু গোপাল মণ্ডলকে ১৭ হাজার ৮৩৭ ভোটের ব্যবধানে হারিয়ে ছিলেন তিনি। অসীম এই আসনে ৯৬ হাজার ৪৭২ টি ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পাঁচু গোপাল মণ্ডল পান ৭৮ হাজার ৬৩৫ টি ভোট। গত বিধানসভা ভোটে বলাগড়ে তৃতীয় স্থানে ছিল বিজেপি। ২০ হাজার ৭৫৭ টি ভোট এসেছিল গেরুয়া শিবিরের ঝুলিতে।

মোট ভোটার সংখ্যা

২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৩৭ হাজার ৯৬৮। যাদের মধ্যে ২ লক্ষ ৩৮৩৩ জন ভোটদান করেন। গতবার এই বিধানসভা কেন্দ্রে ২৮৭ টি বুধ তৈরি করা হয়েছিল এবং ৮৫ শতাংশের বেশি ভোট পড়ে।

১৯৫২ সালে প্রথমবার বলাগড় বিধানসভা কেন্দ্রে ভোট হয়। সেবার এই আসনে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন। এরপর লাগাতার টানা ৭ বার এই কেন্দ্র থেকে জয়লাভ করেন সিপিআইএম প্রার্থীরা। ২০১১ সালে প্রথমবার বলাগড়ে জয়ের মুখ দেখতে পায় তৃণমূল।

গত বিধানসভা ভোটের পরিসংখ্যান

বিধায়ক: অসীম কুমার মাঝি
প্রাপ্ত ভোট: ৯৬ হাজার ৪৭২।
মোট ভোটার: ২ লক্ষ ৩৭ হাজার ৯৬৮।
ভোটের হার: ৮৫.৬৬ শতাংশ
মোট প্রার্থী: ৫