চূড়ান্ত কড়াকড়ি কমিশনের, ভোটের ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ বাইক মিছিল

এমনিতেই কমিশনের নিয়ম রয়েছে, যেদিন যে কেন্দ্রে ভোট (West Bengal Election), তার ৪৮ ঘণ্টা আগে থেকে সেখানে প্রচার বন্ধ হয়ে যায়। এবার সেক্ষেত্রে সংযোজন হল বাইক মিছিলে রাশ।

চূড়ান্ত কড়াকড়ি কমিশনের, ভোটের ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ বাইক মিছিল
Follow Us:
| Updated on: Mar 22, 2021 | 4:01 PM

কলকাতা: ভোটের (Bengal Assembly Election) ৭২ ঘণ্টা আগে নিষিদ্ধ বাইক মিছিল। ভয়মুক্ত পরিবেশে ভোট করতেই এই সিদ্ধান্ত কমিশনের। সোমবারই নির্দেশিকা জারি করে কমিশন জানিয়ে দিয়েছে, যে সমস্ত রাজ্যে ভোট শুরু হচ্ছে, সর্বত্রই এই নির্দেশ বহাল হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ুতেও ভোটের তিন দিন আগে থেকে কোনওরকম বাইক মিছিল করা যাবে না।

কমিশন সূত্রে খবর, বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে ভোটের আগের দিন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা বাইক মিছিল করে ভোটারদের প্রভাবিত করা চেষ্টা করে। যাতে কখনও কখনও ভয়ও পেয়ে যান সাধারণ মানুষ। এ সংক্রান্ত অতীতের বেশ কিছু তথ্যও নির্বাচন কমিশন পেয়েছে। এরপরই তারা সিদ্ধান্ত নেয়, যে কেন্দ্রে ভোটগ্রহণ, ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে সেখানে কোনও বাইক মিছিলের অনুমতি দেওয়া হবে না। বাইক মিছিল নিষিদ্ধ ভোটের দিনও।

এমনিতেই কমিশনের নিয়ম রয়েছে, যেদিন যে কেন্দ্রে ভোট, তার ৪৮ ঘণ্টা আগে থেকে সেখানে প্রচার বন্ধ হয়ে যায়। এবার সেক্ষেত্রে সংযোজন হল বাইক মিছিলে রাশ। ইতিমধ্যেই জায়গায় জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে। আট দফার বঙ্গ-ভোটে প্রথম নির্বাচনের দিন ২৭ মার্চ। দিন যত এগোচ্ছে, বাড়ছে নিয়মের কড়াকড়িও। বাংলার ২৯৪টি বিধানসভা আসনের পাশাপাশি অসমের ১২৬, তামিলনাড়ুর ২৩৪, কেরলের ১৪০ ও পুদুচেরির ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটের গণনা ২ মে।