‘তৃণমূল রঙ দিয়েও ক্ষতি করতে পারে, সাবধানে থাকুন’, বিস্ফোরক অগ্নিমিত্রা

tista roychowdhury |

Mar 28, 2021 | 8:09 PM

রবিবার, অগ্নিমিত্রার প্রচার হলেও এ দিন, আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে কোনও প্রচারে দেখা যায়নি। এমনকী দোল উৎসবেও কোনওভাবে অংশগ্রহণ করেননি।

‘তৃণমূল রঙ দিয়েও ক্ষতি করতে পারে, সাবধানে থাকুন’, বিস্ফোরক অগ্নিমিত্রা
নিজস্ব চিত্র

Follow Us

পশ্চিম বর্ধমান: প্রথম দফার ভোটের পর দোলের দিনেই প্রচারে নামলেন আসানসোল দক্ষিণের বিজেপি (BJP) তারকা প্রার্থী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে, ঢাকঢোল-খোল-কর্তাল বাজিয়ে অভিনব উপায়ে প্রচারে নামলেন অগ্নিমিত্রা ও গেরুয়া কর্মী সমর্থকেরা। এ দিন, সকালে, বিএনআর মোড় থেকে গান বাজিয়ে শোভাযাত্রা শুরু হয়। শেষ হয়, বার্নপুরের বারি ময়দানে।

এ দিন, অগ্নিমিত্রা জানান, তিনি কোনও রাজনীতি করতে নয়, বরং সম্প্রীতি ছড়াতেই এই শোভাযাত্রার আয়োজন করেছেন। যদিও, গেরুয়া আবিরেই রবিবার সকালে ভরে ওঠে আসানসোল চত্বর। সেই নিয়ে অগ্নিমিত্রা বলেন, ‘২ মে-এর পর গোটা আসানসোলই গেরুয়া হয়ে উঠবে।’

বিজেপির (BJP) তারকা প্রার্থী আরও বলেন, ‘তৃণমূলের তরফ থেকে সাবধানে থাকবেন। ওরা রঙ দিয়েও ক্ষতি করতে পারে।’ রবিবারের এই শোভাযাত্রায় অগ্নিমিত্রার পাশাপাশি উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষেন্দু মুখোপাধ্যায় এবং জামুড়িয়ার বিজেপি প্রার্থী তাপস রায়।

রবিবার, অগ্নিমিত্রার প্রচার হলেও এ দিন, আসানসোল দক্ষিণের তৃণমূল (TMC) প্রার্থী সায়নী ঘোষকে কোনও প্রচারে দেখা যায়নি। এমনকী দোল উৎসবেও কোনওভাবে অংশগ্রহণ করেননি। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা বলেন, ‘আমি কাউকে প্রতিপক্ষ মনে করছি না। আমরা এমনিতেই জিতব।’

আরও পড়ুন: কার জন্য দোলে আনন্দ করতে পারলেন না ‘মনমরা’ অনুব্রত?

 

Next Article