AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আধাসেনাকে ‘গালাগালি’ ফিরহাদের! ভিডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির, জল গড়াল কমিশনে

অমিত মালব্য ফিরহাদের এই ভিডিয়ো টুইট ফের একবার ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানায় নিয়েছেন। তৃণমূল নেত্রীর উস্কানির কারণেই বাকি নেতারাও তাঁরই পদাঙ্ক অনুসরণ করছেন বলে দাবি এই বিজেপি নেতার।

আধাসেনাকে 'গালাগালি' ফিরহাদের! ভিডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির, জল গড়াল কমিশনে
নিজস্ব চিত্র
| Updated on: Apr 20, 2021 | 5:47 PM
Share

কলকাতা: নির্বাচনী প্রচারে বেরিয়ে কেন্দ্রীয় আধাসেনা বাহিনী সম্পর্ক ‘অশ্লীল’ মন্তব্য করে বিপাকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ফাঁস করে তৃণমূলকে বেকায়দায় ফেলতে সচেষ্ট হয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের আইটি সেল প্রধান অমিত মালব্য ফিরহাদের এই ভিডিয়ো টুইট ফের একবার ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানায় নিয়েছেন। তৃণমূল নেত্রীর উস্কানির কারণেই বাকি নেতারাও তাঁরই পদাঙ্ক অনুসরণ করছেন বলে দাবি এই বিজেপি নেতার।

বিজেপির প্রকাশ করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি জিপের উপর দাঁড়িয়ে প্রচার করছেন ফিরহাদ। সেখান থেকেই তিনি কাউকে উদ্দেশ্য করে বলছেন, “এই নির্বাচনটা হয়ে যেতে দে, *আপত্তিকর শব্দ* সিআইএসএফ-র বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব।” TV9 বাংলার পক্ষ থেকে যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। তবে এই ভিডিয়োটি প্রকাশ করে অমিত মালব্য লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্রমাগত আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে হিংসায় প্ররোচনা দেন, তবে তাঁর সাগরেদরাও বা কীভাবে পিছিয়ে থাকবে?

যদিও এই ভিডিয়োটিকে মিথ্যে বলে দাবি করেছেন ফিরহাদ নিজের। তাঁর দাবি, “প্রত্যেকবার ভোটের আগে একটা করে এরকম ফেক ভিডিয়ো বিজেপি আইটি সেল ছাড়ে। আগেরবার মিনি পাকিস্তান বলে মিথ্যে ছড়িয়েছিল। এ বার আমার মুখে কিছু গালাগালি বসানো হয়েছে। গালাগালিটা ওরা দিচ্ছিল। এটা দেখিয়ে ওরা মানুষকে উত্তপ্ত করতে চাইছে। এটা পুরোটাই ফেক। বিজেপি ফেক নিউজের মাস্টার।” যদিও এই নিয়ে পালটা তোপ দেগে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল তাল-জ্ঞান হারিয়ে ফেলেছে।”

আরও পড়ুন: বাংলায় নতুন ‘অবতারে’ করোনা, কয়েকগুণ ছোঁয়াচে স্ট্রেনের বিরুদ্ধে আদৌ কাজ করবে ভ্যাকসিন?

গোটা বিতর্কের জল গড়িয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। এই বিষয়টি কমিশনের গোচরে আনার জন্য এ দিন কমিশনের দ্বারস্থ হয় বিজেপির এক প্রতিনিধি দল। বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত এই মন্তব্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন কমিশনের নিকট। তাঁর দাবি, “গতকাল রাত থেকে অনেকের কাছে ববি হাকিমের ভিডিয়ো ক্লিপ গেছে। তিনি বিজেপি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রঙিন ভাষায় হুমকি দিয়েছেন। এই ধরনের হুমকির জন্য শীতলকুচির ঘটনা ঘটেছে। প্রথম থেকেই মুখ্যমন্ত্রী-সহ অনেকেই এই ধরনের মন্তব্য করছেন। এই ধরনের হিংসাত্মক বিবৃতির কোনও স্থান নেই গণতন্ত্রে। দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে। আলাদা করে কোনও এফআইআর করা হচ্ছে না।”

দেখুন অমিত মালব্যর প্রকাশ করা সেই ভিডিয়ো…