AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিজেপি প্রার্থীর গাড়িতে ইটবৃষ্টি, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

যদিও অভিযোগ মানতে নারাজ জোড়াফুল শিবির (Trinamool Congress)।

বিজেপি প্রার্থীর গাড়িতে ইটবৃষ্টি, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে
বিজেপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ।
| Updated on: Apr 05, 2021 | 8:04 PM
Share

পূর্ব বর্ধমান: বিজেপি (BJP) প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল গলসিতে। প্রচারে যাওয়ার সময় এই হামলা হয় বলে অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। যদিও তা অস্বীকার করেছে জোড়াফুল শিবির।

গলসি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস। সোমবার দুপুরে তিনি বুদবুদের কসবা মোড়ে যাচ্ছিলেন কর্মিসভা করতে। অভিযোগ, স্থানীয় ঘাগরা মোড়ের কাছে তাঁর গাড়িতে হামলা চালায় বাইক সওয়ারি দুই তৃণমূল কর্মী। বিকাশ বিশ্বাসের অভিযোগ, “আমাদের প্রচার কার্যক্রম ছিল। আমার সঙ্গে গলসির বিজেপি নেতা তপন বাগদী ছিলেন। তৃণমূলের দুষ্কৃতীরা পাথর ছুড়ে আমার গাড়িতে ভাঙচুর চালায়।”

আরও পড়ুন: ‘কালকেউটের থেকেও ভয়ঙ্কর’, বিজেপি নয় এবার মমতার নিশানায় অন্য কেউ

গলসির তৃণমূল নেতা জাকির হোসেনের কথায়, “যে কোনও আক্রমণই নিন্দনীয়। তবে বিজেপি যে অভিযোগ তুলেছে তা ভিত্তিহীন। আমার তো মনে হয় এটা ওদের দলীয় কোন্দলের ফলেই ঘটেছে। ওরা এখানে একজনকে প্রার্থী করেছিল। কিন্তু তাঁকে মনোনয়ন জমা দিতে দেয়নি। আমরাও তো প্রচারে ঘুরছি। দেখছি এটা নিয়ে ক্ষোভ আছে। সেই ক্ষোভেরই এটা বহিঃপ্রকাশ। আইন আইনের পথে চলবে। তারাই আসল কারণ খুঁজে বের করবে।”