হলদিয়া-পাঁশকুড়া-খেজুরি, আজ ব্যাক টু ব্যাক সভা মমতার

একুশের বাংলাকে বিজেপি যখন 'সোনার বাংলা' গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তৃণমূলও (Trinamool Congress) তখন হ্যাট্রিকের রেকর্ড গড়তে মরিয়া।

হলদিয়া-পাঁশকুড়া-খেজুরি, আজ ব্যাক টু ব্যাক সভা মমতার
ফাইল চিত্র।

| Edited By: arunava roy

Mar 20, 2021 | 11:34 AM

পূর্ব মেদিনীপুর: একদিকে পশ্চিম মেদিনীপুরে যখন সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পূর্ব মেদিনীপুরে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনসভা। শনিবারের দুই মেদিনীপুরই ভোট প্রচারে জমজমাট। এদিন বন্দর শহর হলদিয়ায় নির্বাচনী প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবেন পাঁশকুড়া ও খেজুরিতেও। প্রতিপক্ষকে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিতে তৃণমূল সুপ্রিমো চষে বেড়াবেন গোটা জেলা।

প্রথম দফার নির্বাচনে পূর্ব মেদিনীপুরের সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ। এ জেলার প্রতিটি কেন্দ্রই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্ব মেদিনীপুর সেই জেলা, মমতা বন্দ্যোপাধ্যায় যার ভার ন্যস্ত করেছিলেন তাঁর এক সময়ের ‘নির্ভরযোগ্য’ সেনাপতি শুভেন্দু অধিকারীর হাতে। এখানে সংগঠন সামলাতেন শিশির-পুত্রই। ঘটনাক্রমে সেই শুভেন্দু এখন তাঁর প্রতিদ্বন্দ্বী। ভোটের ময়দানেও সম্মুখসমরে তাঁরা।এরইমধ্যে শুভেন্দুর গড়ে এ দিন একের পর এক সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন: খড়গপুর ধরে রাখতে বদ্ধপরিকর বিজেপি, শাহের পর এবার হিরণের জন্য প্রচারে মোদী

একুশের বাংলাকে বিজেপি যখন ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তৃণমূলও তখন হ্যাট্রিকের রেকর্ড গড়তে মরিয়া। সেই আবহে এদিন খড়গপুর থেকে সামান্য দূরে সভা মমতার। এখান থেকে নরেন্দ্র মোদী-অমিত শাহকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে যেমন গোটা বাংলার নজর, একইভাবে কান খাড়া অধিকারীদের কী বলেন তা শোনার জন্যও।