Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঘর থেকে তুলে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব’, সুশান্তর ‘হুমকি’ ঘাস-পদ্মকে

আসছে বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) শালবনি থেকে টিকিট পেতে পারেন সিপিএম (CPIM)-র এককালের দাপুটে নেতা সুশান্ত ঘোষ (Susanta Ghosh)। ভোট লড়লে তিনিও যে তৃণমূল (TMC) বা বিজেপি (BJP) কাউকেই রেয়াত করবেন না সে কথাই যেন এ বার বুঝিয়ে দিলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী।

'ঘর থেকে তুলে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব', সুশান্তর 'হুমকি' ঘাস-পদ্মকে
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 05, 2021 | 1:29 AM

শালবনি: দীর্ঘ কয়েক বছর বাদে নিজের ভিটেয় আসার সুযোগ পেয়েছিলেন গত ডিসেম্বরেই শেষেই। শোনা যাচ্ছে, আসছে বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) শালবনি থেকে টিকিট পেতে পারেন সিপিএম (CPIM)-র এককালের দাপুটে নেতা সুশান্ত ঘোষ (Susanta Ghosh)। ভোট লড়লে তিনিও যে তৃণমূল (TMC) বা বিজেপি (BJP) কাউকেই রেয়াত করবেন না সে কথাই যেন এ বার বুঝিয়ে দিলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী। গলা উঁচিয়ে ‘হুমকি’ দেওয়ার তাঁর একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। তৃণমূল ও বিজেপির অভিযোগ, দলের প্রচারের আড়ালে ‘হুমকি’ দিচ্ছেন তিনি।

ভাইরাল হওয়া এই ভিডিয়োটি পশ্চিম মেদিনীপুরের শালবনির বলে জানা গিয়েছে। ভিডিয়োতে সুশান্তকে বলতে শোনা যায়, “মাওবাদীরাও জানে সুশান্ত ঘোষ কী! যাঁরা তৃণমূল-বিজেপি করে তাঁদের বাপ-ঠাকুরদাও জানে সুশান্ত ঘোষ কে। সুশান্ত ঘোষ যা বলে তাই করে।”

সুশান্তর বলেছেন, আদালতের নির্দেশে যতদিন তিনি নিজের এলাকায় ঢুকতে পারেননি ততদিন যা হয়েছে সেখানে তাঁর কিছু করার ছিল না। কিন্তু এ বার যদি ঘাস-পদ্ম শিবিরের কেউ বাম কর্মী-সমর্থকদের গায়ে হাত দেয় তবে রীতিমতো দেখে নেওয়ার হুমকি দিয়েছেন জঙ্গলমহলের দৌর্দণ্ডপ্রতাপ এই নেতা। “এতদিন তো আমি ছিলাম না। মানুষের পাশে দাঁড়াতে পারিনি। এরপরে যদি কারোর গায়ে হাত দেওয়ার ক্ষমতা হয় সোজা ঘরে যাব, ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমিই চিকিৎসা করাব”, বলেন সুশান্ত।

আরও পড়ুন: তৃণমূলের প্রার্থী তালিকা থেকে এ বার বাদ পড়তে চলেছেন কোন কোন হেভিওয়েট? বাদ পড়তে পারেন মন্ত্রীও

তাঁর এই হুমকি শোনার পরই সুশান্ত ঘোষকে জঙ্গলমহলে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীকে দুষেছে বিজেপি। জেলার বিজেপি সাধারণ সম্পাদক রাজীব কুণ্ডু বলেন, “দিদিমণিই ওঁকে টাকা দিয়ে জঙ্গলমহলে ফিরিয়ে এনেছেন যাতে এলাকায় সন্ত্রাস তৈরি হয়। আমিও হুমকি দিচ্ছি, ক্ষমতা থাকলে এলাকায় সংগঠন করে দেখাক।” অন্যদিকে, তৃণমূলে গড়বেতা ৩ নং ব্লক সভাপতি রাজীব মিশ্রর বক্তব্য, “বাপেরও বাপ আছে। সুশান্ত ঘোষই একসময় হার্মাদ তৈরি করেছিল। রাজশক্তিকে কাজে লাগিয়ে একাধিক গণহত্যা করেছে। কিন্তু সন্ত্রাস করে লাদেনও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এ তো বাচ্চা ছেলে।”

আরও পড়ুন: উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের অপসারণ চেয়ে চিঠি তৃণমূলের

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'