হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, ফৌজদারি মামলা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

গোসাবার ভোটার বিশ্বজিৎ দাসের অভিযোগ, বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক একাধিক তথ্য গোপন করেছেন নিজের হলফনামায়।

হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, ফৌজদারি মামলা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 3:46 PM

কলকাতা: নির্বাচনী হলফনামায় এ বার তথ্য গোপনের অভিযোগে ফৌজদারি মামলা (Criminal Case) দায়ের করা হল এক বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে। সূত্রের খবর, গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মনোনয়ন জমা করার সময় যে হলফনামা পেশ করা হয় সেখানে নিজের বিষয়ে বেশ কিছু তথ্য গোপন করে গিয়েছেন তিনি।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে তাঁর বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরতে হয়। বিশেষ করে নিজের সম্পত্তির পরিমাণ এবং কোনও মামলায় নাম রয়েছে কিনা তাও জানাতে হয়। গোসাবার ভোটার বিশ্বজিৎ দাসের অভিযোগ, বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিক একাধিক তথ্য গোপন করেছেন নিজের হলফনামায়।

আরও পড়ুন: ‘বিজেপি যা বলবে তাই করতে হবে! বিজেপি কী দেয় আপনাদের?’ কমিশনকে তুলোধনা মমতার

কী সেই তথ্য? মামলাকারী বিশ্বজিৎ দাসের দাবি, গোসাবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মোট ৩৪ টি মামলা বিচারাধীন থাকলেও হলফনামায় তিনি ২৭ টি মামলার কথা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, বরুণ প্রামাণিকের নামে একটি পেট্রল পাম্প রয়েছে। সে কথাও তিনি জনসমক্ষে আনেননি বলে দাবি করেছেন অভিযোগকারী।

সূত্রের খবর, আগামী ১ এপ্রিল আলিপুর আদালত এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, ওই দিনই গোসাবা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন: ‘যে সংখ্যালঘুর হয়ে বলছে, সে বিজেপির কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে’, নাম না করে আব্বাসকে তীব্র কটাক্ষ মমতার