Boxing Day: মেলবোর্নে গতির লড়াই, বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ভেঙে চুরমার
মেলবোর্নের বাইশ গজে গতির লড়াই। আগুনে পেসে এ বলে আমায় দেখ, ও বলে আমায়। প্রথম দিনেই অল আউট দুই দলের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ১৫২ রানে। জোস টংয়ের আগুনে পেসের সামনে ছাড়খার স্মিথ-লাবুসেনরা। ৫ উইকেট নেন টং। ২ উইকেট নেন অ্যাটকিনসন।

মেলবোর্ন: বক্সিং ডে-তে টানটান থ্রিলারে ভরা টেস্ট ম্যাচ। সেই সঙ্গে রেকর্ড সংখ্যক দর্শক। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাসেজের প্রথম দিনেই মাঠে হাজির ৯৪ হাজার ১৯৯ দর্শক। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে দর্শকসংখ্যাকেও যা ছাপিয়ে গেল। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ ফাইনালে মাঠে হাজির ছিল ৯৩ হাজার ১৩ জন দর্শক। অ্যাসেজের চতুর্থ টেস্টের প্রথম দিন অবশ্য অতীতের সব রেকর্ড ভেঙে গেল।
মেলবোর্নের বাইশ গজে গতির লড়াই। আগুনে পেসে এ বলে আমায় দেখ, ও বলে আমায়। প্রথম দিনেই অল আউট দুই দলের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ ১৫২ রানে। জোস টংয়ের আগুনে পেসের সামনে ছাড়খার স্মিথ-লাবুসেনরা। ৫ উইকেট নেন টং। ২ উইকেট নেন অ্যাটকিনসন।
ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ১১০ রানে। মাইকেল নিসার, বোল্যান্ড, স্টার্কদের গতির সামনে দাঁড়াতেই পারলেন না রুট, স্টোকসরা। সর্বোচ্চ ৪১ করলেন হ্যারি ব্রুক। চার উইকেট নেন নিসার। বোল্যান্ডের ঝুলিতে ৩ উইকেট। ২ উইকেট নেন স্টার্ক। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস বিনা উইকেটে ৪। ৪৬ রানে এগিয়ে স্মিথরা। একদিনে পড়ল ২০ উইকেট। ৫ টেস্টের অ্যাসেজে ইতিমধ্যেই ৩-০ জিতে সিরিজ পকেটে নিয়েছে অস্ট্রেলিয়া। বক্সিং ডে টেস্ট অবশ্য উন্মাদনার কোনও খামতি রাখেনি। শেষ পর্যন্ত মেলবোর্ন টেস্ট কোন দিকে গড়ায় সেটাই দেখার।
