
বহু প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে আমডাঙা বিধানসভা কেন্দ্র থেকে রফিকুর রহমানকে প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে জয়দেব মান্নাকে নির্বাচনী ময়দানে নামানো হয়েছে। মোট ৯ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন এই আসনে। প্রসঙ্গত, ২৯৪ আসনের মধ্যে সরকার গড়ার জন্য যে কোনও দলকে ১৪৮ আসনের ম্যাজিক ফিগার পেরোতে হবে।
উত্তর ২৪ পরগনার অন্তর্গত আমডাঙা বিধানসভা ২০১১ থেকে তৃণমূল কংগ্রেসের দখলে। ২০১৬ সালে তৃণমূলের রফিকুর রহমান এই আসনে দ্বিতীয়বার জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। সিপিএমের আব্দুস সাত্তারকে ২২ হাজার ৯৬৫ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন তিনি। রফিকুর এই আসনে ৯৬ হাজার ১৯৩ টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার পান ৭৩ হাজার ২২৮ টি ভোট। বিজেপি তৃতীয় স্থানে ছিল এখানে।
২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ১৬ হাজার ৬৪। যাদের মধ্যে ১ লক্ষ ৯২ হাজার ৪০৪ জন ভোটদান করেন। গতবার এই বিধানসভা কেন্দ্রে ২৪৪ টি বুথ তৈরি করা হয়েছিল এবং প্রায় ৮৯ শতাংশ ভোট পড়ে।
১৯৭৭ সালে প্রথমবার আমডাঙা বিধানসভা কেন্দ্রে ভোট হয়। সেবার ভোটে সিপিএম প্রার্থী জয়লাভ করেন। পরবর্তী নির্বাচনগুলিতে লাগাতার ২০০৬ সাল পর্যন্ত এই বিধানসভায় টানা জয়লাভ করে বামেরা। ২০১১ সালে প্রথমবার জয়লাভ করে তৃণমূল।
বিদায়ী বিধায়ক: রফিকুর রহমান
প্রাপ্ত ভোট: ৯৬ হাজার ১৯৩
মোট ভোটার: ২ লক্ষ ১৬ হাজার ৬৪
ভোটের হার: ৮৬.৪৪ শতাংশ
মোট প্রার্থী: ৭