
বহুপ্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন সকাল থেকেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। প্রথমবার দীর্ঘ আট দফায় ভোট হয়েছে বাংলায়। ২৯৪ বিধানসভা আসনের এই রাজ্যে কে ক্ষমতায় আসতে চলেছে তা আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। ২৯৪ টি আসনের মধ্যে হাওড়ার বালি বিধানসভা কেন্দ্র থেকে পেশায় চিকিৎসক রাণা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির পক্ষ থেকে বালির তৃণমূল ত্যাগী বিধায়ক বৈশালী ডালমিয়াকেই প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বাম নেত্রী দীপ্সিতা ধর। মোট ১১ জন প্রার্থী নিজেদের ভাগ্য পরীক্ষায় নেমেছেন এই আসনে। প্রসঙ্গত, ২৯৪ আসনের মধ্যে সরকার গড়ার জন্য যে কোনও দলকে ১৪৮ আসনের ম্যাজিক ফিগার পেরোতে হবে।
ফলাফল ২০২১
বালি বিধানসভা কেন্দ্রে ৫৭৪৭ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর রানা চট্টোপাধ্যায়
হাওড়ার অন্তর্গত বালি বিধানসভা ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে। ২০১৬ সালে তৃণমূলের টিকিটে প্রার্থী বৈশালী ডালমিয়া এখানে জয়লাভ করেন। সিপিআইএম সৌমেন্দ্রনাথ বেরাকে বসুকে ১৫ হাজার ৪০৩ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন তিনি। বৈশালী এই আসনে ৫২ হাজার ৭০২ টি ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সৌমেন্দ্র পান ৩৭ হাজার ২৯৯ টি ভোট। বিজেপি ১৭ হাজারের কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল এখানে।
২০১৬ সালের ভোটার তালিকা অনুযায়ী এই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৯৪১। যাদের মধ্যে ১ লক্ষ ১২ হাজার ২৭৮ জন ভোট দান করেন। গতবার এই বিধানসভা কেন্দ্রে ১৯২ টি বুধ তৈরি করা হয়েছিল এবং ৭০ শতাংশের বেশি ভোট পড়ে।
১৯৫২ সালে প্রথমবার বালি বিধানসভা কেন্দ্রে ভোট হয়। প্রথমবার জয়ী হয় কংগ্রেস। পরপর চারটি বিধানসভা ভোটে কংগ্রেসকেই জিতিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রের ভোটাররা। এরপর বালিতে একছত্র আধিপত্য কায়েম করে বামেরা। ২০১১ সালে প্রথমবার এই আসনে তৃণমূল জয়ের স্বাদ পায়।
বিদায়ী বিধায়ক: বৈশালী ডালমিয়া
প্রাপ্ত ভোট: ৫২ হাজার ৭০২
মোট ভোটার: ১ লক্ষ ৬৯ হাজার ৯৪১
ভোটের হার: ৭০.২ শতাংশ
মোট প্রার্থী: ১৩