বিজেপিতে যোগদানের পর কী বললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক জিতেন্দ্র?
মঙ্গলবারই হুগলির বৈদ্যবাটিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। বিজেপিতে ( BJP) যোগদান করার পরেই মুখোমুখি হলেন TV9 বাংলার, দেখুন সেই ভিডিয়ো।

ছবি - TV9 Bangla
তৃণমূলের হয়ে সোমবারও TV9 ভারতবর্ষে গলা ফাটিয়েছিলেন তিনি। মঙ্গলবারই হুগলির বৈদ্যবাটিতে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। গেরুয়া নামাবলি গায়ে চাপানোর পর এ দিন রাতেই তিনি বিজেপির (BJP) হেস্টিংসের কার্যালয়ে আসেন। সেখানে TV9 বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেন, “দু’মাস অনুরোধ করার পর একটা দলে স্থান পেয়েছি। বিজেপি নেতৃত্বকে বলেছিলাম আমি তাঁদের আদর্শে অনুপ্রাণিত। কাজ করতে চাই। তাঁরা সুযোগ করে দিয়েছেন। ভাল তো লাগবেই।”

সানস্ক্রিন তো মাখছেন, সঠিক উপায় জানা আছে?

গরমে এই লাল ফলে কামড় দিন, হু হু করে কমবে ওজন

বাড়িতে কাঠ নাকি মার্বেলের সিংহাসন রাখবেন? মাথায় রাখুন...

বিস্কুটের গায়ে কেন ফুটো থাকে? আসল কারণ জানলে চমকে যাবেন

কাঠফাটা গরমে ট্যাঙ্কের জল থাকবে কনকনে ঠান্ডা! কী ভাবে জানেন?

ইনভার্টার নাকি নন-ইনভার্টার, কোন এসি কেনা লাভজনক? জানে না ৯০ শতাংশই