‘সবাইকে নিয়ে চলব, জটুদার কাছে যাব, পরামর্শ নেব’, টিকিট না পাওয়া নেতার উদ্দেশে মনোজ
প্রার্থী তালিকায় এবার জোর দেওয়া হয়েছে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের, এমনটাই দাবি ঘাসফুল শিবিরের। শিবপুর থেকে তৃণমূল প্রর্থী হলেন মনোজ তিওয়ারি(Manoj Tiwari)। নিজের প্রতিক্রিয়া জানালেন টিভিনাইন বাংলাকে।
শুক্রবার দুপুরেই পুরো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল (TMC)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মোট ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছেন তাতে তাৎপর্যপূর্ণভাবে নাম নেই বহু হেভিওয়েট বিদায়ী বিধায়ক ও মন্ত্রী। প্রার্থী তালিকায় এবার জোর দেওয়া হয়েছে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের, এমনটাই দাবি ঘাসফুল শিবিরের। শিবপুর থেকে তৃণমূল প্রর্থী হলেন মনোজ তিওয়ারি। নিজের প্রতিক্রিয়া জানালেন টিভিনাইন বাংলাকে।
Published on: Mar 06, 2021 08:41 AM
Latest Videos