চোখে-মুখে জমাট বাঁধা রক্ত, নিমতার ৮০ বছরের সেই বৃদ্ধার মুখ আজ বিজেপির পোস্টার! এখনও অধরা অভিযুক্তরা

নিমতা কাণ্ডের (Nimta Case) ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা। আক্রান্ত বিজেপি নেতার (BJP) বাড়িতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। 

চোখে-মুখে জমাট বাঁধা রক্ত, নিমতার ৮০ বছরের সেই বৃদ্ধার মুখ আজ বিজেপির পোস্টার! এখনও অধরা অভিযুক্তরা
বিজেপির পোস্টার
Follow Us:
| Updated on: Mar 01, 2021 | 4:10 PM

উত্তর ২৪ পরগনা: ছেলে বিজেপি করেন। তাই ৮০ বছরের বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। নিমতা কাণ্ডে নিন্দার ঝড়।  একুশের নির্বাচনের আগে (West Bengal Assembly Election 2021) শোরগোল রাজনৈতিক মহলেও। তবে নিমতা কাণ্ডের (Nimta Case) ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অধরা অভিযুক্তরা।  সোমবার সকালেই নিমতায় ওই বিজেপি নেতার বাড়িতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার সকালে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে নিমতা থানায় বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মীরা। ২৪-৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে, তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। ঘটনাটি ঘটে গত শনিবার রাত দেড়টা নাগাদ। নিমতা থানার বাইরে দাঁড়িয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “আজকে কার্যকর্তার ওপর রাগ রয়েছে, তাতে কার্যকর্তাকে তারা পেটাতে পারে। সে রকমই সংস্কৃতিকে তৃণমূলের লোক বড় হয়েছে। কিন্তু মাকেও তারা ছাড়ছে না? আজকে মাকে মারছে! এ টা কোন শিক্ষা?”

ঘটনার সূত্রপাত ২৭ ফেব্রুয়ারি শনিবার। নিমতার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বাইকে আসেন কয়েকজন যুবক। তাঁরা প্রত্যেকেই এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত বলে দাবি নিগৃহীত পরিবারের।

Nimta Case Agnimitra Paul Bengal BJP BJP Mohila Morcha West Bengal Assembly Election 2021

নিগৃহীতা বৃদ্ধার বাড়িতে অগ্নিমিত্রা পাল

অভিযোগ, বিজেপি করায় প্রথমে গোপালের ওপরই হামলা চালান তাঁরা। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ৮০ বছরের বৃদ্ধাও। তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁর চোখে মুখে রক্ত জমাট বেঁধে কালশিটে পড়ে গিয়েছে। রক্ত জমে বাঁ চোখটি প্রায় বুজে গিয়েছে, দাবি বৃদ্ধার পরিবারের।

আরও পড়ুন: সবজি কিনতে এসেছিলেন, আচমকাই বিকট শব্দ! পিছন ঘোরার আগেই ঘটে গেল বিভৎস ঘটনা

ঘটনার পর থেকেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি বিঁধছে তৃণমূলকে। ‘রক্ত জমাট বাঁধা’ বৃদ্ধার সেই মুখের ছবি পোস্টার করে শহরের বিভিন্ন জায়গায় সেঁটে দিয়েছে বিজেপি। তাতে ইংরাজিতে লেখা, ‘ইজ সি নট অ্যা ডটার অফ বেঙ্গল?’

যদিও তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, এটা নিতান্তই পারিবারিক বিবাদ। তাতে উদ্দেশ্যপ্রণোদীতভাবে রাজনীতির রঙ লাগানো হচ্ছে। আবার উত্তর দমদম বিধানসভার তৃণমূল সভাপতি বিধান বিশ্বাসের দাবি, “ওই মহিলা তিন বছর ধরেই অসুস্থ। সাজিয়ে রাজনীতি করছে বিজেপি।” উল্লেখ্য, রবিবার বৃদ্ধার নাতিও প্রায় একই কথা বলেছেন।

এই ঘটনায় বৃদ্ধার নাতি বয়ান বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বৃদ্ধার নাতি নিজেই বলছেন, অভিযোগ ভিত্তিহীন।