সবজি কিনতে এসেছিলেন, আচমকাই বিকট শব্দ! পিছন ঘোরার আগেই ঘটে গেল বিভৎস ঘটনা

মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুরে বিভৎস ঘটনার সাক্ষী থাকলেন বাসিন্দারা।

সবজি কিনতে এসেছিলেন, আচমকাই বিকট শব্দ! পিছন ঘোরার আগেই ঘটে গেল বিভৎস ঘটনা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 01, 2021 | 12:19 PM

পশ্চিম মেদিনীপুর: সবেমাত্র ভোরের হাট বসতে শুরু করেছে। ভিড় জমতে শুরু করেছে বাজারে। দোকানের সামনে ক্রেতাদের ভিড়। আচমকাই একটা বিকট শব্দ। কী হয়েছে, তা পিছন ঘুরে দেখার আর সুযোগ হয়নি তাঁদের। চোখের পলকে পরপর দুটি দোকান ততক্ষণে পিযে দিয়েছে লরি। সামনের দোকানটিতে ধাক্কা মারতেই বাকিরা পালান। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) দাসপুরে বিভৎস ঘটনার সাক্ষী থাকলেন বাসিন্দারা। পরপর চারটি দোকানকে ভেঙে গুড়িয়ে উল্টে গেল লরি (Truck Accident)। গুরুতর আহত খালাসি।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার সকালে হাট বসেছিল গ্রামে। আচমকাই একটি লরি বেপরোয়াভাবে বাজারে ঢুকে পড়ে। চোখের নিমেশে পরপর চারটি দোকানের উপর দিয়ে চলে যায় লরিটি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানগুলি। প্রাণ বাঁচাতে যে যার মতন দৌঁড়ে পালান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময়ে ব্যবসায়ীরা পসরা সাজাতে ব্যস্ত ছিলেন। বাজারে ভিড়ও ছিল। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। পরিস্থিতি কিছুটা থিতু হলে দোকানগুলির তলায় কেউ চাপা পড়ে গিয়েছিলেন কিনা, তাই খুঁজতে শুরু করেন দোকানিরা। তখনই চোখ পড়ে উল্টে যায় লরিটির ভিতরেও। ভিতর থেকে গোঙানির শব্দ আসছিল। ভিতরে রক্তাক্ত অবস্থায় আটকে ছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তি লরির খালাসি। চালক পলাতক। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নাম ঘোষণার আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের নামে হাবড়ায় দেওয়াল লিখন! বিতর্ক ঢাকতে ভরসা ত্রিপল

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ। দোকানগুলির ধ্বংসস্তূপের তলায় কেউ চাপা পড়ে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, গাড়ি চালানোর সময়ে কোনওভাবে চালকের চোখ লেগে গিয়েছিল, তাতেই দুর্ঘটনা ঘটে।